সোনি, স্যানসুই ও ভিডিওকন ফোনেও মিলবে রিলায়েন্স জিও-র প্রিভিউ অফারের সুবিধা !

Last Updated:

বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিলায়েন্সের জিও ৪জি৷ নতুন খবর অনুযায়ী, এবার ভিডিওকন, সোনি ও স্যানসুই মোবাইল

#নয়াদিল্লি: বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিলায়েন্সের জিও ৪জি৷ নতুন খবর অনুযায়ী, এবার ভিডিওকন, সোনি ও স্যানসুই মোবাইল গ্রাহকরাও পেতে পারেন রিলায়েন্স জিও ৪জির প্রিভিউ অফারের সুবিধা ৷ এই তিন ব্র্যান্ড ছাড়াও আরও ১৬টি ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স জিও ৷ এই প্রিভিউ অফারের মধ্যে শুধুমাত্র ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হবে তা নয়, সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ জিও ৪জি-র এলটিই প্রযুক্তি ব্যবহার করার সুবিধাও মিলবে ৷
রিলায়েন্সের সব স্টোরেই এই অফার সম্পর্কে সব ধরণের তথ্য ও সুবিধা পাওয়া যাবে ৷ তা ডিজিটাল এক্সপ্রেস হোক বা ডিজিটাল এক্সপ্রেস মিনি ৷ আপনি যদি রিলায়েন্স স্টোর থেকে মোবাইল ফোন না কিনে অন্য কোনও স্টোর থেকেও কিনে ফেলেন, তাতেও কোনও সমস্যায় পড়তে হবে না ৷ আপনার কেনা ফোন নিয়েই, রিলায়েন্স স্টোরের গেলে সহজেই জিও ৪জি প্রিভিউ অফার মিলবে ৷ শুধুমাত্র ফোন কেনার সময় আপনার kyc তথ্য জমা দিতে হবে ৷ এতে সিমের সত্যতা ও নিরাপত্তা বজায় থাকবে ৷
advertisement
জিও প্রিভিউ অফারে আপনি পাবেন আনলিমিটেড ভিডিও ও ভয়েস কলের সুবিধা ৷ আনলিমিটেড এসএমএস ও আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেটের সুবিধা ৷ ৯০ দিনের জন্য এই অফার বলবৎ থাকবে ৷ অর্থাৎ তিন মাস ধরে বিনা খরচায় আপনি যতখুশি কথা বলতে পারবেন৷ যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷
advertisement
রিলায়েন্সের জিও ৪জি আসুস, মাইক্রোম্যাক্স, ইউ, টিসিএল, অ্যালকাটেল, কার্বন, জোলোতেও এই সুবিধা মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সোনি, স্যানসুই ও ভিডিওকন ফোনেও মিলবে রিলায়েন্স জিও-র প্রিভিউ অফারের সুবিধা !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement