এবার PAYTM থেকে কিনতে পারবেন গুগল প্লে-এর রিচার্জ কোড

Last Updated:

এবার গ্রাহকদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে আসছে পেটিএম ৷ বৃহস্পতিবার পেটিএম প্ল্যাটফর্ম থেকে গুগল প্লে রিচার্জ কার্ড কেনার পরিষেবা শুরু করা হচ্ছে ৷

#মুম্বই: দেশে নোট বাতিলের পর এখন শহরের মানুষের নগদ থেকে ই-ওয়ালেটের উপরই বেশি নির্ভরশীল ৷ রাতারাতি যেন অভ্যাসই বদলে গিয়েছে দেশবাসীর ৷ ই-ওয়ালেট, অনলাইনে টাকা লেনদেনই এখন সব ৷ কারণ আর যে কোনও উপায়ও নেই ৷ খুচরো সমস্যায় বেশ কিছুদিন কাটানোর পর মানুষ এখন পেটিএম, মোবিক্যুইকের মতো ই-ওয়ালেটেই বেশি আস্থা রাখছেন ৷ এবার গ্রাহকদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে আসছে পেটিএম ৷ বৃহস্পতিবার পেটিএম প্ল্যাটফর্ম থেকে গুগল প্লে রিচার্জ কোড কেনার পরিষেবা শুরু করা হচ্ছে ৷ এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন ৷
গ্রাহকরা এবার নিজেদের পেটিএম অ্যাপে গুগল প্লে অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে আপনার পছন্দের মতো টাকা দিয়ে এসএমএস ও ইমেলের মাধ্যমে রিচার্জ কুপন পেতেন পারেন ৷ এই কুপনের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনার গুগল প্লে অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন ৷
পেটিএম-এর আধিকারিক জানিয়েছেন,‘আমাদের প্ল্যাটফর্মে কেবল একটি ক্লিকের মাধ্যমে গুগল প্লে রির্চাজ কোড জেনারেট করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে পেড কনটেন্টের মধ্যে অ্যাপ, গেম ও বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার PAYTM থেকে কিনতে পারবেন গুগল প্লে-এর রিচার্জ কোড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement