Nothing Phone 2-তে এবার নগদ ১০ হাজার টাকা ছাড়! কোথায় পাবেন জেনে নিন এখনই

Last Updated:

Flipkart Republic Day Sale 2024 চলাকালীন, Nothing Phone 2 কিনলে পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-সহ এই ফোনের আসল দাম ৪৪,৯৯৯টাকা। ছাড় দিয়ে তা পাওয়া যাবে ৩৪,৯৯৯ টাকায়।

Nothing Phone 2-তে এবার নগদ ১০ হাজার টাকা ছাড়! কোথায় পাবেন জেনে নিন এখনই
Nothing Phone 2-তে এবার নগদ ১০ হাজার টাকা ছাড়! কোথায় পাবেন জেনে নিন এখনই
গণতন্ত্র দিবসের আগে হৈ হৈ করে চলছে কেনাকাটা। ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স সংস্থায় শুরু হয়েছে Republic Day Sale। জানুয়ারির ১৩ তারিখ থেকে সেল শুরু হয়েছে Amazon-এ, ১৪ জানুয়ারি থেকে সেল দেবে Flipkart। এরই মধ্যে স্মার্টফোন নির্মাতা সংস্থা Nothing ঘোষণা করে দিয়েছে Flipkart-এ কেনাকাটা করলে তারাও দেবে বিশেষ গণতন্ত্র দিবসের ছাড়।
Flipkart Republic Day Sale 2024 চলাকালীন, Nothing Phone 2 কিনলে পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-সহ এই ফোনের আসল দাম ৪৪,৯৯৯টাকা। ছাড় দিয়ে তা পাওয়া যাবে ৩৪,৯৯৯ টাকায়।
এর পাশাপাশি ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা Nothing-এর তরফ থেকে পাবেন বিশেষ ২,০০০ টাকার ছাড়। শুধু তাই নয়, অন্য স্মার্টফোনের বিনিময়ে কিনতে চাইলে পাওয়া যাবে ৩,০০০ টাকা ছাড়।
advertisement
advertisement
কিন্তু এই Nothing Phone 2 আসলে কেমন! সত্যিই কি Flipkart-এর সেলে কিনে নেওয়া যায় একটি ফোন! দেখে নেওয়া যাক এক নজরে—
Nothing Phone 2-তে রয়েছে একটি শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং পরিচ্ছন্ন সফ্টওয়্যার। ফলে এর পারফর্ম্যান্স যে ভাল হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মতো দেশে অবশ্য এই ফোনের দাম কিছুটা বেশি। ঠিক সেই জায়গাতেই ১০ হাজার টাকা ছাড় দেওয়ার কৌশল গ্রহণ করেছে সংস্থা।
advertisement
Nothing Phone 2-এ রয়েছে Nothing OS 2.5। এরই সঙ্গে পাওয়া যাবে একটি Glyph ইন্টারফেস, একটি ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি বা ভিডিও কলিং-এর জন্য এর সামনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Nothing-এর এই ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC দ্বারা চালিত। এর সঙ্গে রয়েছে ৪,৭০০mAh ব্যাটারিও। ৬.৭-ইঞ্চি বড় স্ক্রিনে রয়েছে LTPO AMOLED ডিসপ্লে রয়েছে।
advertisement
Nothing-এর চেহারা অন্য সব ফোনের থেকে আলাদা, সেটা সকলেই জানেন। Nothing Phone 2 পাওয়া যায় দু’টি রঙে— গাঢ় ধূসর এবং সাদা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Phone 2-তে এবার নগদ ১০ হাজার টাকা ছাড়! কোথায় পাবেন জেনে নিন এখনই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement