Nokia 2660 Flip এবার আসছে দুটি নতুন রঙে! সঙ্গে থাকছে আরও নানা চমক
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নোকিয়া ফোনের নির্মাতা এইচএমডি গ্লোবাল বুধবার তাদের Nokia 2660 ফ্লিপ ফোনের দুটি নতুন রঙের বিকল্প ঘোষণা করেছে।
কয়েক বছর আগেও ভারত তথা পুরো দুনিয়ার মোবাইলের বাজারে নোকিয়া একটি জনপ্রিয় নাম ছিল। নোকিয়া কোম্পানির ফোনের জনপ্রিয়তা এবং চাহিদা খুবই বেশি ছিল সেই সময়ে। কিন্তু, মাঝে মোবাইলের বাজার থেকে হারিয়ে যায় নোকিয়া। এর ফলে এদের জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। কিন্তু, সম্প্রতি আবার মোবাইলের বাজারে নিজেদের ফোন নিয়ে হাজির নোকিয়া। এবার তাদের প্রধান লক্ষ্য হারিয়ে যাওয়া জমি নিজেদের দখলে নিয়ে আসা। এর জন্য তারা বিভিন্ন ধরনের ফোন লঞ্চ করে চলেছে।
নোকিয়া ফোনের নির্মাতা এইচএমডি গ্লোবাল বুধবার তাদের Nokia 2660 ফ্লিপ ফোনের দুটি নতুন রঙের বিকল্প ঘোষণা করেছে। এই দুটি নতুন রঙ হল – পপ পিঙ্ক এবং লাশ গ্রিন৷ কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Nokia 2660 ফ্লিপ ফোনের জনপ্রিয়তার কারণে নতুন দুটি রঙের বিকল্প নিয়ে আসা হয়েছে।
advertisement
advertisement
নোকিয়া একটি বিবৃতিতে জানিয়েছে যে, “গ্রাহকরা এখন উন্নত ডিজিটাল সামগ্রীর দিকে তাকিয়ে। এই কারণে নোকিয়া ফোনের নির্মাতা এইচএমডি গ্লোবাল ফ্লিপ ফোনের বাজারে প্রবেশ করেছে। এই ফোনের মাধ্যমে তারা ২০২১ সাল থেকে ২০২২ সালে নিজেদের বাজার অনেকটাই দখল করেছে এবং ২০২৩ সালে তা আরও বৃদ্ধি হতে পারে। কারণ গ্রাহকদের মধ্যে আবার আগের মতো নোকিয়া কোম্পানির ফোন নিয়ে উৎসাহ তৈরি হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: ক্যামেরায় থাকছে দারুণ চমক! শীঘ্রই ভারতে আসতে পারে Vivo V29e; জানুন এই স্মার্টফোনের সমস্ত খুঁটিনাটি!
এই ফোনের লঞ্চের বিষয়ে বলতে গিয়ে, এইচএমডি গ্লোবালের ভারত ও APAC অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রবি কুনওয়ার জানিয়েছেন যে, “আমরা এমন সব বিষয় লক্ষ্য করেছি, যেখানে জীবনের সেরা মুহূর্ত কাটানোর সময় নোটিফিকেশন বিরক্তির সৃষ্টি করে। ঠিক এই কারণেই আমরা আবার ফ্লিপ ফোন চালু করছি৷ নিজেদের ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ জীবনের মুহূর্তগুলি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে ভারতে Nokia 2660 ফ্লিপ লঞ্চ করা হয়েছে।”
advertisement
Nokia 2660 Flip ফোন মূলত ২০০৭ সালে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রেট্রো-স্টাইলের Y2K ছবি তোলার জন্য পিছনের ক্যামেরা সহ একটি ক্ল্যামশেল ডিজাইন রয়েছে। এই ফোনে রয়েছে কয়েক সপ্তাহ ব্যবহারের উপযোগী ব্যাটারি লাইফ। এছাড়াও নোকিয়া কোম্পানির এই ফোনের ক্লাসিক স্নেক গেমটি নস্টালজিয়াকে ফিরিয়ে দেয়। ২.৮ ইঞ্চির ডিসপ্লে এবং সরলীকৃত ইউজার ইন্টারফেস এই ফোনকে আরও জনপ্রিয় করে তুলেছে।
advertisement
২৪ অগাস্ট থেকে নতুন Nokia 2660 Flip ফোন সেল করা শুরু হবে, যার দাম ৪৬৯৯ টাকা। ভারতে Amazon এবং Nokia-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোন ক্রয় করা যাবে। Amazon-এ ২৪ অগাস্ট দুপুরে এই ফোনের বিক্রি শুরু হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:11 PM IST