এবার বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে JIO-র ৯টি সিম

Last Updated:

প্রায় দু’মাস কেটে গিয়েছে ৷ তবুও রিল্যায়েন্স জিও-র ওয়েলকম অফার নিয়ে মানুষের উৎসাহে কোনও খামতি পড়েনি ৷

#মুম্বই: প্রায় দু’মাস কেটে গিয়েছে ৷ তবুও রিল্যায়েন্স জিও-র ওয়েলকম অফার নিয়ে মানুষের উৎসাহে কোনও খামতি পড়েনি ৷ জিও-র জনপ্রিয়তা দেখে গ্রাহকদের বাড়িতে জিও সিম বিনামূল্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স ৷ লঞ্চ হওয়ার পর থেকেই জিও-র চাহিদা বেড়েই চলেছে  ৷ বিনামূল্যে ৪জি ডেটা ও ভয়েস কলের পরিষেবা পেতে সকলে এখন জিও ব্যবহার করতে চায় ৷
সংস্থার তরফে জানানো হয়েছিল, ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত জিও-র গ্রাহকরা সমস্ত পরিষেবা-ডেটা, লোকাল ও এসটিডি ভয়েস কল, রোমিং ও এসএমএস উপভোগ করতে পারবেন ফ্রিতে ৷
আপাতত জিও-সিম পাওয়া যাচ্ছে রিল্যায়েন্স ডিজিটাল, ডিজিটাল এক্সপ্রেস ও মিনি স্টোরগুলিতে ৷ এতদিন পরও এই স্টোরের বাইরে সিম নেওয়ার জন্য লম্বা লাইন দেখতে পাওয়া যায় ৷ আগামী দিনে ৪০ শতাংশ ভারতীয়কে হাইস্পিড ইন্টারনেট ও ভয়েস পরিষেবা দেওয়ায় সংস্থার মূল উদ্দেশ্য ৷
advertisement
advertisement
শুরুতে দিল্লি, মুম্বই, চন্ডিগড়, হায়দরাবাদ, জয়পুর, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে ও বিশাখাপত্তনম শহরগুলিতে জিও সিম ফ্রিতে হোম ডেলিভারি করা হবে ৷
বাড়িতে জিও সিম পেতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টার করতে হবে ৷ জিও-র কর্মচারীরা আপনার সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দেবেন আপনার বাড়িতে কবে সিমটি পৌঁছে যাবে ৷ এরপর জিও-প্রতিনিধিরা আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং অপনাকে সিম দিয়ে যাবেন ৷
advertisement
একবারে আপনি ৯টি সিম নিতে পারবেন ৷ কিন্তু এর জন্য আপনার কাছে ন’টি এমন স্মার্টফোন থাকতে হবে যাতে 4G LTE থাকবে ৷ কারণ একটি মোবাই থেকে কেবল একটি কোডই জেনারেট করা যাবে ৷ এর জন্য আপনাকে আধার কার্ড দেখাতে হবে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে JIO-র ৯টি সিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement