New Year 2024: Google Map খুব কাজে লাগে, রাত পোহালেই কি বন্ধ হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ ফিচার

Last Updated:

Google Maps ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় একটি ভিন্ন ইন্টারফেস ব্যবহার করেন। Driving mode উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও। সম্ভবত এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে Google।

Driving mode উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও
Driving mode উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও
কলকাতা: গত কয়েক বছরে Google একাধিক পণ্য বন্ধ করে দিয়েছে। তাও অনেক সময় কোনও সতর্কতা জারি না করেই। এমন সিদ্ধান্তের অন্যতম দৃষ্টান্ত হল Stadia। সম্ভবত ২০২৪ সালেও এই অদ্ভুত ঐতিহ্য বহন করে যাবে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থাটি। মনে করা হচ্ছে আগামী বছর এই তালিকায় নাম লেখাতে পারে Google Map-এর একটি গুরুত্বপূর্ণ টুল।
Google Maps ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় একটি ভিন্ন ইন্টারফেস ব্যবহার করেন। Driving mode উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও। সম্ভবত এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে Google।
advertisement
advertisement
এই ফিচারটি যে বন্ধ হয়ে যাবে, তার বিশদ বিবরণ Google অ্যাপের সাম্প্রতিক সংস্করণে দেখা গেছে। যেখানে কোড স্ট্রিং-সহ একটি ফিচার আগামী ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে বলে লেখা হয়েছে। আসলে এই ড্রাইভিং মোড-কে আর তেমন গুরুত্বপূ্র্ণ বলে মনে করছে না Google। বরং তারা Map ব্যবহারকারীদের ঠেলে দিতে চাইছে AI অ্যাসিস্ট্যান্টের দিকে।
advertisement
এটাও জানা যাচ্ছে যে, Google এখনও তার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত নয়। যদি এই ফিচারটি Gemini-র সঙ্গে মিলিয়ে আনা হয়, তবে তা খুব সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে। Driving mode চালককে তাঁর ড্রাইভিংয়ে লক্ষ্য স্থির রাখতে দেয়, ফোনের স্ক্রিনে কল করা বা গ্রহণ, মেসেজ এবং আরও অনেক বিষয়ে সহজে অ্যাক্সেস পেতে দেয় ড্রাইভিং মোড।
advertisement
সাধারণত যাঁদের গাড়িতে Android Auto নেই এবং যাঁরা ওয়্যার্ড মোড ব্যবহার করতে চান না, তাঁদের জন্য এটা সুবিধাজনক। কিন্তু AI অ্যাসিস্ট্যান্ট-এ ঠেলে দেওয়ার অর্থই হল এবার থেকে ফোনে মেসেজ বা কল রিলে পেতে গেলে ভয়েস কমান্ডের উপর নির্ভর করতে হবে। এতে গোপনীয়তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।
তবে এখনও Google আনুষ্ঠানিক ভাবে বলেনি ড্রাইভিং মোড বন্ধ করে দেওয়ার কথা। ফলে অনেকেই বলছেন, সম্প্রতি পর্যবেক্ষণ করা কোড স্ট্রিংগুলি বাস্তবায়িত নাও হতে পারে। তবে হলেও Google-এর কাছে এমন বিকল্প নিশ্চয়ই থাকবে যাতে গাড়ি চালানোর সময় ব্যবহারকারী ফোনে নেভিগেশন এবং অন্য ফিচারগুলির সুবিধাও পান।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
New Year 2024: Google Map খুব কাজে লাগে, রাত পোহালেই কি বন্ধ হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ ফিচার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement