বাজারে আসতে চলেছে ঘুম পাড়ানি মেশিন !

Last Updated:

পরলেই ঘুম ! এরকমই এক মেশিন এবার আসতে চলেছে বিশ্ব বাজারে ৷ যা পরেলই ঘুম আসতে বাধ্য ৷

#নিউইয়র্ক: পরলেই ঘুম ! এরকমই এক মেশিন এবার আসতে চলেছে বিশ্ব বাজারে ৷ যা পরেলই ঘুম আসতে বাধ্য ৷ আপাতত এই মেশিন নিয়ে চলছে পরীক্ষা-নীরিক্ষা ৷ মার্কিন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকই তৈরি করে ফেলেছেন এই মেশিন ৷ এখন শুধু চলছে শেষপর্যায়ের পরীক্ষা ৷ শেষ পর্যায়ের পরীক্ষার জন্য মেশিনটি লাগানো হয়েছে প্রায় ১০০ জন নানা বয়সি মানুষের মধ্যে ৷ তা কীভাবে কাজ করবে এই ঘুম পাড়ানি মেশিন !
গবেষকরা জানিয়েছেন, যারা নিয়মিত অনিদ্রার কারণ অবচেতন মনে লুকিয়ে থাকা টেনশন ও স্ট্রেস ৷ আর এই স্ট্রেসই অনিদ্রাকে বাড়িয়ে তোলে ৷ গবেষকরা জানিয়েছেন, অবচেতন মনের স্ট্রেস কোনও ওষুধে দূর করা সম্ভব নয় ৷ মনকে শান্ত রাখাটাই সবচেয়ে বেশি জরুরী৷
গবেষকরা জানিয়েছেন, এই মেশিন এই কাজটিই করে ৷ মনকে শান্ত করে ঘুম আসতে সাহায্য করে ৷ নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, চোখের ওপর পট্টির মতো এই মেশিন পরতে হয় ৷ নরম প্যাড দিয়ে তৈরি হয়েছে এই মেশিন ৷ প্যাডের মধ্যে থাকা এক ধরণের নরম আলোই ঘুম পারিয়ে দিতে সাহায্য করছে ৷
advertisement
advertisement
শেষপর্যায়ের পরীক্ষার পরই বাজারে আসবে এই মেশিন ৷ গবেষকদের কথায়, এই মেশিন বাজারে এলে উপকৃত হবে অনেকেই ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে আসতে চলেছে ঘুম পাড়ানি মেশিন !
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement