নতুন মোবাইল কেনার প্ল্যান? Android 15 নিয়ে দেশে লঞ্চ হল Oppo A5 Pro 5G! দাম, স্পেসিফিকেশন দেখে নিন এক ঝলকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Oppo সব সময়েই তুলনামূলক ভাবে কম খরচে সেরা অনেক কিছু তার ইউজারদের অফার করার চেষ্টা করে থাকে।
Oppo মানেই অপরচুনিটি, এ কথা দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই মনে এবং প্রাণে বিশ্বাস করে থাকেন। কথাটা খুব সম্ভবত একেবারে মিথ্যাও নয়। কেন না, Oppo সব সময়েই তুলনামূলক ভাবে কম খরচে সেরা অনেক কিছু তার ইউজারদের অফার করার চেষ্টা করে থাকে।
দেশের স্মার্টফোনের বাজারে Apple-এর iPhone-এর বিকল্প যদি হয় OnePlus, তাহলে এর ঠিক পরেই Oppo-র নাম উঠে আসে। সেই বিশ্বাস ধরে রেখে বাজারের কঠিন প্রতিষোগিতাকে সামাল দিয়ে সংস্থাও মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম রেঞ্জের নানা স্মার্টফোন এনে ইউজারদের মুগ্ধ করে থাকে।
advertisement
advertisement
এবার Oppo যে নতুন স্মার্টফোন দেশের বাজারে হাজির করল, তার নাম রাখা হয়েছে A5 Pro 5G। ভারতে এর মধ্যেই তা লঞ্চ করা হয়ে গিয়েছে। নতুন স্মার্টফোন নিয়ে সব সময়েই উত্তেজনা তুঙ্গে থাকে, কেন না তা একেবারে লেটেস্ট প্রযুক্তিতে তৈরি হয়।
সেই কারণ তো আছেই, তার সঙ্গেই আরও এক দিক থেকে আলোচনায় উঠে এসেছে Oppo A5 Pro 5G, কারণ তা এক মিড রেঞ্জের স্মার্টফোন। মিড রেঞ্জ হলেও ব্যাটারি আকার বড়, নির্ভরযোগ্য পারফরম্যান্সের ভরসাও রয়েছে। এই নতুন স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেটে চলবে, সঙ্গে মিলবে IP6 সিরিজ রেটিং, যা তার দামের পরিসরে বিরল তো বটেই!
advertisement
ভারতে Oppo A5 Pro 5G-এর দাম
সবার আগে দামের কথাটা সেরে নেওয়া যাক, ক্রেতার হাতে ওঠার ওটাই সবচেয়ে বড় শর্ত! ভারতে Oppo A5 Pro 5G-এর দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে, এই দাম ফোনের 8GB + 128GB ভব্যারিয়েন্টের জন্য ধার্য করা হয়েছে। অন্য দিকে, যেখানে 8GB + 256GB ভ্যারিয়েন্ট নিতে চাইলে দাম পড়বে ১৯,৯৯৯ টাকা। বেশ কম দাম, তা কিন্তু মানতেই হয়।
advertisement
Oppo A5 Pro 5G স্পেসিফিকেশন
ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 SoC চিপসেটে চলে, ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাপোর্ট এতে পাওয়া যাবে, তাও আবার UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ সহ। Oppo A5 Pro 5G ফোনে 5,800mAh ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে। মোটের উপরে দেখলে ফোন বেশ তাড়াতাড়িই পুরো চার্জ হয়ে যাবে।
advertisement
Oppo-র নতুন এই ফোনে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP66, IP68 এবং IP69 সার্টিফিকেশন রয়েছে। Oppo A5 Pro 5G-তে 50MP ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং 8MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই ফোন লাইভ ফটোগ্রাফি এবং AI-চালিত ইমেজ এডিটিং টুলের মতো নানা অত্যাধুনিক ফিচার সাপোর্ট করে। সেই দিক থেকে দেখলে মোবাইল ফটোগ্রাফি এবং কন্টেন্ট তৈরির জন্য এই ফোন একেবারে উপযুক্ত।
advertisement
সবশেষে যা বলার, Oppo A5 Pro 5G ColorOS 15-এ চলে, এটা অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি। নানা উন্নত ফিচার এবং কাস্টমাইজেশন বিকল্পের দিক থেকে দেখলে এই ফোন খুবই আধুনিক এক ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস প্রদান করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 10:17 PM IST