ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার

Last Updated:

ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপর থাকার জন্য প্রত্যেক কোম্পানি বাজারে নতুন নতুন সব কিছু নিয়ে আসছেন ৷

#কলকাতা: ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপর থাকার জন্য প্রত্যেক কোম্পানি বাজারে নতুন নতুন সব কিছু নিয়ে আসছেন ৷ আর নতুন জিনিস বাজারে এনেই টেক্কা দিতে চাইছে অন্য সব কোম্পানিকে ৷ এবার কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ইনটেল বাজারে আনতে চলেছে এমনন এক কম্পিউটার, যা কিনা আপনি রাখতে পারবেন আপনার পকেটে !
ইনটেলের এই মডিউলার কম্পিউটারটি দেখতে একেবারে আপনার ক্রেডিট কার্ডের মতো ৷ এতে রয়েছে সপ্তম জেনারেশন ইন্টেল ক্যাবি লেক প্রসেসর, মেমরি স্টোরেজ এবং তারহীন সংযোগ সুবিধা। এটি এতোই ছোট যে, ইউএসবি পোর্টের মাধ্যমে ডিসপ্লে ব্যবহারের কোন ব্যবস্থা নেই। মাত্র ৫ মিলিমিটার পাতলা এই কম্পিউটারটি স্মার্টকার্ড বা ক্রেডিটকার্ডের মতোই বড় কোন ডিভাইসের স্লটে সংযুক্ত করে ব্যবহার করতে হবে।
advertisement
তবে এখনই এটা বাজারে আসছে না ৷ ইনটেলের তরফ থেকে জানানো হয়েছে, পুরোপুরিভাবে এই পকেট কম্পিউটার বাজারে আসতে সময় লাগবে আরও ৬ মাস মতো ৷ এই কারণে এখনও অবধি দামও নির্ধারণ করেনি ইনটেল ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement