হ্যাকারদের নয়া কৌশল, যে কোনও ওয়েবসাইট খুললেই হ্যাক হয়ে যেতে পারে আপানার ফোন

Last Updated:

মিলিসেকেন্ডেরও কম সময়ে ফোনে ডাউনলোড হয়ে যাবে স্পাইওয়্যার কোড

#রাবাত: হ্যাকিং-এর ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ সাধারণ মানুষকে সতর্ক করতে একাধিকবার সতর্কতা জারি করা হয়, যে কোনও অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করবেন না ৷ কারণ অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করলে সেই সূত্র ধরেই হয়ে যায় হ্যাকিং৷ এবার এই সাইবার ক্রাইমের এক নতুন পদ্ধতি সামনে এসে চমকে দিয়েছে ৷ মরোক্কোর সাংবাদিক উমর রাদি এই নতুন পদ্ধতিতে হ্যাকিংয়ের শিকার হয়েছেন৷ এই নতুন পদ্ধতিতে কোনও সাইট খোলা হলেই ফোনের হ্যাক সেরে নিচ্ছেন হ্যাকররা ৷ এভাবেই সাংবাদিকের ফোন হ্যাক করে তাঁর ওপর নজর চালাচ্ছে সেখানের সরকার৷
এই নতুন পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে তাঁর ইমেল, টেক্সট, ও ওয়েবসাইটের দিকে নজর রাখতে পারে সরকার ৷ তাঁরা ওই পত্রকারের প্রতিটা ভিডিও কল দেখেন তাঁর মোবাইলে নতুন এন্ট্রি, জিপিএস কো অর্ডিনেশন, ক্যামেরা ও মাইক্রোফোনের ওপর সরাসরি নিয়ন্ত্রণ করতে পারছিল হ্যাকাররা৷ আর সরাসরি সরকার তাঁর ওপর নজর রাখছিল৷
দ্য স্টারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাদি এন্সক্রিপশন ও সাইবার সুরক্ষা নিয়ে পড়াশুনো করেছিলেন তাই অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করতেন না ৷ তাঁর ফোনে বিভিন্ন নম্বর থেকে দেওয়া মিডস কলেরও উত্তর দিতেন না ৷ কারণ এই দুটিই খুব সহজ পদ্ধতি ফোন হ্যাক করে নেওয়ার ৷ সরকার এই সাংবাদিকের কোনও ফোনেই নজর রাখতে না পেরে তাঁরা নতুন পদ্ধতি নেয় ৷ সেখানে তারা রাদি কোনও ওয়েবসাইট খুললেই সেটাকেই টার্গেট করে নেয় ৷
advertisement
advertisement
তাঁর ফোনের হ্যাকিং কী ভাবে হয়েছে এই নিয়ে ফরেন্সিকে যে প্রমাণ পাওয়া যায় তাতে বোঝা গেছে নেটওয়ার্ক ইঞ্জেকশনের দ্বারাই এগুলি করা হয়েছে ৷ এটা পুরোপুরি স্বয়ংক্রিয় একটি পদ্ধতি ৷ যেখানে হ্যাকার একটি সেলুলার সিগন্যালকে ইন্টারসেপ্ট করে ৷ কেউ কোনও ওয়েবসাইটে যাওয়ার অনুরোধ করলেই এটা হয় ৷
মিলিসেকেন্ডেরও কম সময়ে একটি ভুয়ো ওয়েবসাইটে চলে যায় ব্যবহারকারী কাছে আর তার গ্যাজেটে স্পাইওয়্যার কোড ডাউনলোড হয়ে যায় ৷ এটা ফোনকে রিমোট অ্যাকসেসে নেওয়ার অনুমতি দেয় ৷ এরপর ব্যবহারকারী নিজের পছন্দের ওয়েবসাইটে চলে যায়, এটি এত দ্রুত হয় যে ব্যবহারকারী সেটা বুঝতেও পারে না ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হ্যাকারদের নয়া কৌশল, যে কোনও ওয়েবসাইট খুললেই হ্যাক হয়ে যেতে পারে আপানার ফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement