Netflix Subscription: বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন? একবার দেখে নিন জিও এবং এয়ারটেলের এই প্ল্যান!
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Netflix Subscription: নেটফ্লিক্স থেকে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ উপভোগ করার একমাত্র উপায় হল নতুন অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করা।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভারতে পাসওয়ার্ড শেয়ার করা বন্ধ করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন একটি নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধুমাত্র একই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা যাবে। এমন পরিস্থিতিতে নেটফ্লিক্স থেকে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ উপভোগ করার একমাত্র উপায় হল নতুন অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করা। যার জন্য নেটফ্লিক্সের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। কিন্তু এই বিকল্পটি সবার জন্য সহজ নয়, কারণ নেটফ্লিক্সের প্ল্যানগুলি বাকি ওটিটির তুলনায় কিছুটা ব্যয়বহুল৷
এমন পরিস্থিতিতে এখানে আমরা Jio এবং Airtel-এর সেই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে গ্রাহকরা বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর সঙ্গে ডেটা এবং কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।
advertisement
Jio-এর এই প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে –
advertisement
১০৯৯ টাকার প্ল্যান –
Jio-এর এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সঙ্গে আসে এবং ২ জিবি দৈনিক ডেটা, সীমাহীন ভয়েস কল এবং মোবাইলে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করে।
১৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান –
Jio-এর এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কল এবং Netflix Basic-এ বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়। যার মেয়াদ ৮৪ দিনের।
advertisement
৬৯৯ টাকার প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের প্রতি মাসে ১০০ জিবি ডেটা, ৩টি ফ্যামিলি সিমের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ SMS প্রতিদিন দেওয়া হয়। এছাড়াও, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়েছে।
১৪৯৯ টাকার প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩০০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০SMS দেওয়া হয়। এর সঙ্গে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়েছে। কিছু শহরে আন্তর্জাতিক রোমিং সুবিধাও দেওয়া হয়। তবে এতে ফ্যামিলি প্ল্যান বা অতিরিক্ত সিম কার্ড দেওয়া হয় না।
advertisement
Airtel এর এই প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে –
১১৯৯ টাকার পোস্টপেড প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের ১৫০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ SMS দেওয়া হয়। এর সঙ্গে নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার মোবাইলের অ্যাক্সেসও দেওয়া হয়েছে।
১৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যান –
advertisement
Airtel-এর এই প্ল্যানে গ্রাহকদের ২০০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল, ১০০ SMS দৈনিক এবং নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার মোবাইলের অ্যাক্সেসও দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 9:03 PM IST