রেলে চাকরি থেকে ইলন মাস্কের স্পেসএক্সে! নেটে ঝড় তুলেছে সঞ্জীবের লিঙ্কডইন প্রোফাইল
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Spacex Engineer: পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আইআইটি রুরকি থেকে স্নাতক। সরকারি চাকরি দিয়ে জীবন শুরু। সেখান থেকে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের অন্যতম কারিগর!
কলকাতা: ইন্টারনেট জুড়ে এখন শুধু একটাই নাম। সঞ্জীব শর্মা। কী করেছেন তিনি? পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আইআইটি রুরকি থেকে স্নাতক। সরকারি চাকরি দিয়ে জীবন শুরু।
সেখান থেকে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের অন্যতম কারিগর! সঞ্জীবের লিঙ্কড ইন প্রোফাইল এখন চাকরিপ্রার্থীদের অনুপ্রেরণা।
আইআইটি রুরকি থেকে স্নাতক হওয়ার পর ভিডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ভারতীয় রেলওয়েতে যোগ দেন সঞ্জীব। চার বছর পর পদোন্নতি হয়। ১৯৯৪ সালে হন ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রেলে চাকরি করেন ১১ বছর।
advertisement
আরও পড়ুন- ‘কোনও প্রমাণ নেই’, স্বীকার করলেন ট্রুডো, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলল বিদেশমন্ত্রক
২০০২ সালে চাকরি চাকরি ছেড়ে পাড়ি দেন বিদেশ। কলোরাডো বোল্ডার ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের এমএস করেন।
advertisement
২০০৩ সালে স্টাফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন সিগেট টেকনোলজিতে। সেখানেো খুব কম সময়ের মধ্যে পদোন্নতি হয়। সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন সঞ্জীব। তবে এই চাকরিও বেশি দিন করেননি। ২০১৩ সালে ছেড়ে দেন।
সিগেটে চাকরি করতে করতেই ২০০৮ সালে মিনেসোটা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজিতে এমএসও করেছিলেন সঞ্জীব। এই ডিগ্রিই তাঁকে নিয়ে যায় ইলন মাস্কের কাছে।
advertisement
আরও পড়ুন- উচ্ছল নদীতে পা ডুবিয়ে গরম মোমো! দিওয়ালিতে এটাই হোক ডেস্টিনেশন, রইল নয়া ঠিকানা
স্পেসএক্সে ডায়নামিক্স ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন প্রাক্তন রেলকর্মী। এরোডাইনামিকস, জিএনসি (গাইডেন্স, নেভিগেশন এবং কন্ট্রোল), প্রপালশন এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং-এর টিমের সঙ্গে স্ট্রাকচারাল ডায়নামিক্সে কাজ শুরু করেন তিনি। Falcon 9 ফ্লাইটের সঙ্গেও যুক্ত ছিলেন সঞ্জীব।
advertisement
২০১৮ সালে আচমকাই স্পেসএক্স ছেড়ে ম্যাটারনেট ইনকর্পোরেটেডে চাকরি নেন সঞ্জীব। এই সংস্থা বাণিজ্যিক ড্রোন তৈরি করে। সঞ্জীব প্রথমে ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হিসাবে যোগ দিলেও পরে টেকনিক্যাল ডিভিশনের সর্বেসর্বা হন।
২০২২ সালে স্টারশিপ ডায়নামিক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসাবে ফের স্পেসএক্সে যোগ দেন সঞ্জীব। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার হথর্নে রয়েছেন। সঞ্জীবের লিঙ্কডইন প্রোফাইল এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
দক্ষতা আর অভিজ্ঞতার এমন মিশেল সচরাচর দেখা যায় না। সঞ্জীব সেই অসাধ্যসাধন করেছেন। চাকরিপ্রার্থীরা তাই অবাক নয়নে দেখছেন তাঁর প্রোফাইল। খুঁজছেন অনুপ্রেরণা।
লিঙ্কডইন প্রোফাইলের ‘অ্যাবাউট’ সেকশনে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দু-চার কথায় লিখে রেখেছেন সঞ্জীব। তিনি লিখেছেন, “ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসাবে অ্যাভিয়েশন এবং এরোস্পেস ইন্ডাস্ট্রিতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
ইঞ্জিনিয়ারিংয়ে পেশাদার হার্ডওয়্যার টিম সামলানো থেকে শুরু করে রেলপথের মতো বিস্তৃত ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম ডিজাইন, পুনরায় ব্যবহারযোগ্য রকেট, মনুষ্যবিহীন এরিয়াল যান নির্মাণে দক্ষ। শূন্য থেকে দল তৈরি করার অভিজ্ঞতা সহ এক লিডার।“
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2024 7:50 PM IST










