Mobile Phone: ফিচার্স দেখলে চোখ ফেরাতে পারবেন না! পকেটে থাকলে বাজিমাত

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Motorola Razr 40 Ultra ফোনের ফিচার নিয়ে কী জানা গিয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ফিচার, গ্রাহকের প্রত্যাশা কি মেটাতে পারবে Motorola Razr 40 Ultra?

Motorola Razr 40 Ultra ফোনের ফিচার
Motorola Razr 40 Ultra ফোনের ফিচার
কলকাতা: জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola-র আরও একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে। ফোনটি হল Motorola Razr 40 Ultra। ভারতের বাজারে Motorola Razr 40 Ultra ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয় অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি। সম্প্রতি যদিও Motorola Razr 40 Ultra ফোনের একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে যে Motorola Razr 40 Ultra তিনটি রঙে বাজারে আসতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক Motorola Razr 40 Ultra ফোনের ফিচার নিয়ে আরও কী জানা গিয়েছে।
জানা গিয়েছে যে Motorola Razr 40 Ultra ফোনে থাকতে পারে ২৪০০x১০৮০px রেজোলিউশন সহ একটি একটি ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও Motorola Razr 40 Ultra ফোনে রিফ্রেশ রেট হতে পারে ১৬৫ Hz। যা Galaxy Z Flip4 ফোনের থেকেও থেকেও বড় এবং দ্রুত। এই ফোনের বড় কভার ডিসপ্লেটি ৩.৬ইঞ্চির এবং এতে রয়েছে ১০৬৬x১০৫৬px প্যানেল। যার রিফ্রেশ রেট ১৬৫ Hz।
advertisement
আরও পড়ুন –
advertisement
Motorola Razr 40 Ultra-তে ব্যবহার করা হতে পারে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এর মধ্যে রয়েছে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ।
Motorola Razr 40 Ultra ফোনে ব্যবহার করা হতে পারে একটি ৩৮০০ mAh এর ব্যাটারি৷ যা ৩৩W ওয়্যার চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সহ বাজারে আসতে পারে।
advertisement
আরও দেখুন
Motorola Razr 40 Ultra ফোনে ১.৪μm পিক্সেল এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ১২MP f/১.৫ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। এই ফোনে ১.১২μm পিক্সেল সহ একটি ১৩MP f/২.২ আল্ট্রাওয়াইড এবং একটি স্টেবিলাইজড লেন্স ব্যবহার করা হতে পারে। সেলফি ক্যামেরা হিসাবে এই ফোনে একটি ৩২MP সেন্সর এবং f/২.৪ অ্যাপারচার ব্যবহার করা হতে পারে।
advertisement
Motorola Razr 40 Ultra ফোনের সাইজ হল ১৭০.৮ x ৭৪ x ৭ mm এবং এর ওজন ১৮৯ গ্রাম। এটি Wi-Fi 6 ax, Bluetooth 5.3, 5G সাপোর্ট যুক্ত।
গ্রাহকরা তিনটি রঙে এই ফোন পেতে পারেন। সেই তিনটি রঙ হল- Infinity Black, Glacier Blue এবং Viva Magenta। WinFuture-এর তথ্য অনুযায়ী এই ফোনের দাম হতে পারে €১,১৬৯ থেকে €১,১৯৯ এর মধ্যে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭ হাজার টাকার কাছাকাছি।
advertisement
Keywords:
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Phone: ফিচার্স দেখলে চোখ ফেরাতে পারবেন না! পকেটে থাকলে বাজিমাত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement