অ্যালেক্সাকে জিজ্ঞেস করে হোমওয়ার্ক ! ভাইরাল হল ভিডিও
Last Updated:
#নয়াদিল্লি: যতদিন যাচ্ছে প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিচ্ছে। স্মার্টফোন, স্মার্টওয়াচ বা স্মার্টস্পিকার ব্যবহার করে অনেক সমস্যার চটজলদি সমাধান পাওয়া যায়। কয়েক বছর বেশ জনপ্রিয় হয়েছে স্মার্টওয়াচ ও স্মার্টস্পিকার। স্মার্টস্পিকার ব্যবহার করে কন্ঠ স্বরের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে সহজেই ৷ বাড়ির কিছু দৈনন্দিন কাজও করে স্মার্টস্পিকার। এর মধ্যে ভারতে সবথেকে জনপ্রিয় অ্যামাজনের অ্যালেক্সা।
প্রযুক্তি আমাদের জীবন কতটা সহজ করেছে তার সাম্প্রতিক প্রমাণ হল ভাইরাল হওয়া একটি ডিডিওটি। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা অ্যালেক্সাকে জিজ্ঞেস করে অঙ্ক করছে ৷
বাচ্চাটি অ্যালেক্সাকে জিজ্ঞেস করে পাঁচ থেকে তিন বিয়োগ করলে উত্তর কত হয় ? যথারিতি উত্তয়ে অ্যালেক্সা জানিয়েছে এই প্রশ্নের উত্তটি দুই।
advertisement
advertisement
Lmfao should i whoop him now or later pic.twitter.com/mZEJsWWn4W
— Yerelyn (@spanishbarbie22) December 20, 2018
কিন্তু ঠিক সেই সময়ে ঘরে এক মহিলা ঢুকে শিশুর এই কীর্তি ধরে ফেলেন।
সম্প্রতি খবরে এসেছিল এক টিয়া পাখি যে অ্যালেক্সা ব্যবহার করে নিজের পছন্দের ফল অ্যামাজন থেকে অর্ডার করেছিল। মুহুর্তে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
Location :
First Published :
December 31, 2018 7:11 PM IST