Xiaomi-র অবিশ্বাস্য অফার! 5G স্মার্টফোনে ১৭,৫০০ টাকা পর্যন্ত ছাড়, সুযোগ হাতছাড়া হলে চরম মিস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শাওমির বিভিন্ন মডেল ছাড়া এই ছাড়ের আওতার মধ্যে পড়ছে রেডমি-র ফোনও।
Xiaomi Diwali Sale Offer live: Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে ‘স্পেশ্যাল ডিসকাউন্ট অফার’। এই বিশেষ ছাড়ে প্রায় ১৭টি ফোন পাওয়া যাচ্ছে ১৭,৫০০ টাকা কম দামে। শাওমির বিভিন্ন মডেল ছাড়া এই ছাড়ের আওতার মধ্যে পড়ছে রেডমি-র ফোনও। এই সেলের মাধ্যমে গ্রাহকেরা ফ্ল্যাগশিপ শাওমি ১২ প্রো ফোন পেয়ে যাবেন মাত্র ৪৫,৯৯৯ টাকায়। এ ছাড়াও এই সেলে রেডমিবুক এবং এমআই আলট্রাবুক ল্যাপটপ পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে। বিশেষ অফারে এই সব পণ্য পাওয়া যাবে ৩০,০০০ টাকার কমে। শাওমির এই ১৭টি ফোনের মধ্যে রয়েছে শাওমি ১২ প্রো, শাওমি ১১টি প্রো, শাওমি ১১আই হাইপারচার্জ, রেডমি কে৫০আই, রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১, রেডমি ১০ প্রাইম, রেডমি ১০ ইত্যাদি।
শাওমির স্পেশ্যাল ডিসকাউন্ট অফার -
শাওমি তাদের বিভিন্ন মডেলের ফোনে দিচ্ছে আকর্ষণীয় ছাড়। তা ছাড়া স্মার্ট টিভি, ল্যাপটপ এবং স্মার্ট ডিভাইসেও ছাড় পাওয়া যাবে। এই অফারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফারও। আইসিআইসিআই, কোটাক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডাসল্যান্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি ব্যাঙ্ক এবং পেটিএম, জেস্ট, ওলামানি এর সঙ্গে যুক্ত। এক নজরে দেখে নিন কয়েকটি অফার।
advertisement
advertisement
Xiaomi 12 Pro - 8 (৮/২৫৬ জিবি) -
আসল দাম - ৬২,৯৯৯ টাকা।
ছাড় - ১৭,৫০০ টাকা।
পাওয়া যাবে - ৪৫,৯৯৯ টাকায়।
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
Xiaomi 11i Hypercharge (৬/১২৮ জিবি) -
advertisement
আসল দাম - ২৬,৯৯৯ টাকা।
ছাড় - ৭০০০ টাকা।
পাওয়া যাবে - ১৯০০০ টাকায়।
Redmi K50i (৬/৬৪ জিবি) -
আসল দাম - ২৫৯৯৯ টাকা।
ছাড় - ৬০০০ টাকা।
পাওয়া যাবে - ১৯৯৯৯ টাকায়।
Redmi Note 11 Pro+ (৬/১২৮ জিবি) -
আসল দাম - ২০৯৯৯ টাকা।
ছাড় - ৪০০০ টাকা।
advertisement
পাওয়া যাবে - ১৬৯৯৯ টাকায়।
RedmiBook 15 -
আসল দাম - ৪১৯৯৯ টাকা।
ছাড় - ১৩০০০ টাকা।
পাওয়া যাবে - ২৮৯৯৯ টাকায়।
Mi NoteBook Ultra i5 (১৬/৫১২ জিবি) -
আসল দাম - ৬৩,৯৯৯ টাকা।
ছাড় - ৮০০০ টাকা।
পাওয়া যাবে - ৫৫৯৯৯ টাকায়।
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
Xiaomi Pad (৬/১২৮ জিবি) -
advertisement
আসল দাম - ২৬৯৯৯ টাকা।
ছাড় - ৪০০০ টাকা।
পাওয়া যাবে - ২২৯৯৯ টাকায়।
Xiaomi Robot Vacuum-মপ ২ প্রো -
আসল দাম - ২৯৯৯৯ টাকা।
ছাড় - ৬০০০ টাকা।
পাওয়া যাবে - ২৩৯৯৯ টাকায়।
Redmi Earbuds 3 Pro -
আসল দাম - ২৯৯৯ টাকা।
ছাড় - ১৫০০ টাকা।
advertisement
পাওয়া যাবে - ১৪৯৯ টাকা।
Redmi Smart TV X series 43-inch -
আসল দাম - ২৮,৯৯৯ টাকা।
ছাড় - ৬০০০ টাকা।
পাওয়া যাবে - ২২৯৯৯ টাকা।
Location :
First Published :
September 26, 2022 10:23 AM IST