Xiaomi 13 Pro-এ বিরাট ছাড়! কোথায় পাবেন সস্তায় সেরা ক্যামেরা-সহ এই ফোনটি
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
লঞ্চ করতে চলেছে সিরিজের আর একটি ফোন। এই সিরিজের নতুন মডেল Xiaomi 13 Ultra লঞ্চ করা হতে পারে আগামী ১৮ এপ্রিল।
পছন্দের মোবাইল ফোন এবার পাওয়া যাবে একেবারে আকর্ষণীয় দামে। Xiaomi 13 সিরিজ চলতি বছরের শুরুতেই লঞ্চ করেছিল। মোট তিনটি মডেলে লঞ্চ করা হয়েছিল এই সিরিজ- Xiaomi 13, Xiaomi 13 Pro এবং Xiaomi 13 Lite।
এবার লঞ্চ করতে চলেছে সিরিজের আর একটি ফোন। এই সিরিজের নতুন মডেল Xiaomi 13 Ultra লঞ্চ করা হতে পারে আগামী ১৮ এপ্রিল।
এদিকে, মার্চ মাসে ভারতে লঞ্চ হওয়া Xiaomi 13 Pro-তে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। আসলে Xiaomi আয়োজন করেছে এক ‘ফ্যান ফেস্টিভ্যাল’-এর। সেই উপলক্ষে গ্রাহকরা Amazon থেকে অথবা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনে এবং অফলাইনে যেকোনও খুচরা বিক্রয়ের দোকান থেকে খুব সস্তায় ফোনটি কিনতে পারবেন। এই ফোনের লঞ্চ মূল্য ৭৯,৯৯৯ টাকা।
advertisement
advertisement
ICICI ব্যাঙ্কের কার্ড থাকলে গ্রাহকরা ফোনের দামে ৮ হাজার টাকা ছাড় পেতে পারেন। ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের জন্য এই দাম ধার্য করা হয়েছে। ছাড় পাওয়ার পর ফোনটির দাম দাঁড়াবে ৭১,৯৯৯ টাকা।
শুধু তাই নয়, যাঁরা এই মুহূর্তে Xiaomi বা Redmi ফোন ব্যবহার করেনে, তাঁদের ২ হাজার টাকার লয়্যালটি ছাড় দেওয়া হবে। এই ক্ষেত্রে, ফোনটির কার্যকরী দাম দাঁড়াবে ৬৯,৯৯৯ টাকা। এইভাবে, গ্রাহকরা সম্পূর্ণ ১০ হাজার টাকা ছাড়ের সুবিধা পেতে পারবেন। এর বাইরেও রয়েছে বেশ কিছু অফার। গ্রাহকরা ফোনে নো-কস্ট ইএমআই অপশনও পাবেন।
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
এই Xiaomi স্মার্টফোন দুটি রঙে পাওয়া যাবে— কালো এবং সাদা। স্পেসিফিকেশনের দিক থেকে Xiaomi 13 Pro-তে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৩-ইঞ্চি 2K OLED ডিসপ্লে।
ফোনে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। পাশাপাশি এই ফোনটি চালাতে ব্যবহার করা হয়েছে Android 13 ভিত্তিক MIUI 14। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ৫০MP প্রাইমারি ক্যামেরা, ৫০MP টেলিফটো লেন্স এবং ৫০MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি ৩২MP ক্যামেরা রয়েছে।
advertisement
ফোনটিতে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৪,৮২০mAh ব্যাটারি রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 1:12 PM IST