গ্রাহকদের জন্য ১৫০০ টাকার দুর্দান্ত ক্যাশব্যাক অফার নিয়ে হাজির ভোডাফোন
Last Updated:
নতুন বছরে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ নতুন অফারে ভোডাফোনের গ্রাহকরা পেয়ে যাবেন ১৫০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ ৷
#নয়াদিল্লি: নতুন বছরে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ নতুন অফারে ভোডাফোনের গ্রাহকরা পেয়ে যাবেন ১৫০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ ৷ তবে নির্দিষ্ট গ্যালাক্সি সিরিজের ফোরজি ফোনে রিচার্জ করলেই মিলবে এই সুযোগ ৷ প্রিপেড ও পোস্ট পেড গ্রাহকরা সকলেই এই সুবিধা পাবেন ৷ Samsung Galaxy J2 Pro, Galaxy J7 Nxt, and Galaxy J7 Max মডেল কিনলেই মিলবে ১৫০০ টাকার ক্যাশব্যাক ৷
ক্যাশব্যাকের জন্য ভোডাফোন প্রি পেড গ্রাহকদের ২৪ মাসের জন্য ১৯৮ টাকার রিচার্ড করতে হবে ৷ এতে ফ্রি ভয়েস কল ও প্রতিদিন ১ জিবি ডেটার মিলবে ৷ পোস্ট পেড গ্রাহকদের যে কোনও একটি রেড প্ল্যান নিতে হবে ৷ ১২ মাস পর প্রথমে ৬০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে সংস্থার তরফে ৷ বাকি ৯০০ টাকা আরও ১২ মাস পরে পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ভোডাফোনের এম পেসা ওয়ালেটে এই ক্যাশব্যাকের টাকা জমা থাকবে।
advertisement
Location :
First Published :
January 04, 2018 3:12 PM IST