ভারতে ১১ এপ্রিল লঞ্চ হতে চলেছে Vivo T2 ৫জি সিরিজের ফোন, দামও বাজেটের মধ্যেই
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
বিগত বছর দেশে চালু হওয়া Vivo T1 সিরিজটি নতুন সিরিজ দ্বারা রিপ্লেস করা হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় কোম্পানি Vivo বেশ কিছু দিন ধরেই তার পরবর্তী প্রজন্মের T-সিরিজ স্মার্টফোনগুলি লঞ্চ করার উদ্যোগ করে চলেছে। এর জন্য তারা ইতিমধ্যেই সেই নতুন সিরিজের ফোনের টিজার প্রকাশ করেছে। এর মধ্যেই কোম্পানির তরফে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে যে, আসন্ন Vivo T-সিরিজের ফোনটিকে Vivo T2 5G নামে ডাকা হবে। এই সিরিজের মধ্যে দুটি ফোন রয়েছে। এর মধ্যে একটি হল Vivo T2 5G এবং অন্যটি হল Vivo T2x 5G। এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, বিগত বছর দেশে চালু হওয়া Vivo T1 সিরিজটি নতুন সিরিজ দ্বারা রিপ্লেস করা হবে বলে আশা করা হচ্ছে।
অন্য দিকে, এই স্মার্টফোনের বিশেষ ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। বর্তমানে, কোম্পানি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে। নতুন ফোনটিতে স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। নতুন ফোনটি Flipkart, Vivo কোম্পানির ওয়েবসাইট এবং দেশের সীমিত সংখ্যক খুচরো বিক্রেতার দোকানের মাধ্যমে কেনা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক Vivo কোম্পানির নতুন Vivo T-সিরিজের ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর -
advertisement
জানা গিয়েছে যে, Vivo কোম্পানির নতুন Vivo T-সিরিজের ফোনে ফুল HD + AMOLED স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর পিক ব্রাইটনেস ১৩০০ nits, টাচ স্যাম্পলিং রেট ৩৬০Hz। নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন SoCs যুক্ত। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ৭ এপ্রিল এই ফোনের ক্যামেরা এবং ৯ এপ্রিল ফোনের প্রসেসরের বিবরণ প্রকাশ করা হবে।
advertisement
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন -
Vivo T2 5G ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি ৬৪-মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে ভারতে এর দাম হতে পারে ২০,০০০ টাকা। এই ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ এবং ৮ GB RAM ও ১২৮ GB স্টোরেজ।
advertisement
Vivo T1 5G গত বছর লঞ্চ করা হয়েছিল -
এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, এর আগে কোম্পানি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতে Vivo T1 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। যা Snapdragon 695 SoC-তে চলে। Vivo T1 5G এর বেস ৪GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯০ টাকা। এতে রয়েছে ১৮W দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫০০০ mAh ব্যাটারি।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 2:07 PM IST