বেশ কয়েকটি শহরে চালু হয়েছে Jio 5G, ফোনে তা এনেবল করবেন কীভাবে দেখে নিন এখনই
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ইউজাররা মাই জিও অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই সার্ভিস।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিও ৫জি পরিষেবা চালু হয়েছে ভারতের ৮টি শহরে। এর মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী, নাথদ্বার, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। যাঁরা এই সকল শহরে থাকেন এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে চান, তাঁরা মাই জিও অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই সার্ভিস। রিলায়েন্স জিও টেলিকমের তরফে জানানো হয়েছে যে, তাদের এই জিও ৫জি সার্ভিস ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই পুরো দেশে চালু করা হবে।
জিও ইউজাররা খুব সহজেই ৫জি সার্ভিস ব্যবহার করতে পারবেন। কিন্তু এর জন্য তাঁদের ৫জি সাপোর্ট যুক্ত স্মার্টফোন ব্যবহার করতে হবে। রিলায়েন্স জিও টেলিকম অপারেটরের স্পেশাল অফার ফিফথ-জেন নেটওয়ার্ক কানেকটিভিটি লঞ্চ করেছে। জিওর তরফে ৫জি ডেটার জন্য ৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস ইন্টারনেট স্পিড অফার করা হচ্ছে। অর্থাৎ যাঁরা জিও ৫জি সুলভ নির্দিষ্ট আটটি শহরের মধ্যে বসবাস করেন, তাঁরা খুব সহজেই ব্যবহার করতে পারবে জিও ৫জি সার্ভিস। মাই জিও অ্যাপের তরফে জিও ইউজারদের কাছে নোটিফিকেশন অথবা এসএমএস পাঠানো হচ্ছে জিওর ৫জি সার্ভিসের জন্য।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
রিলায়েন্স জিওর তরফে মাই জিও অ্যাপের মাধ্যমে তাদের ইউজারদের নোটিফিকেশন পাঠানো হচ্ছে, জিও ফাইভ জি ওয়েলকাম অফারের জন্য। এই নোটিফিকেশন অথবা মেসেজের মাধ্যমেই জিও ইউজাররা চালু করতে পারবেন জিও ৫জি সার্ভিস। জিওর ৫জি সার্ভিস ব্যবহার করার জন্য নির্দিষ্ট আটটি শহরের বাসিন্দা হতে হবে এবং ৫জি সাপোর্ট যুক্ত স্মার্টফোন ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের স্মার্টফোনে জিও ৫জি সার্ভিস চালু করার উপায়...
- এর জন্য প্রথমেই যেতে হবে নিজেদের ফোনের সেটিং অপশানে।
- এরপর খুঁজে নিতে হবে মোবাইল নেটওয়ার্ক অপশন। এরপর মোবাইল নেটওয়ার্ক অথবা সেই অপশন সিলেক্ট করতে হবে।
- এরপর সিলেক্ট করতে হবে জিও সিম অপশন। এরপর সিলেক্ট করতে হবে 'Preferred Network Type' অপশন।
advertisement
- এরপর সেখানে দেখা যাবে ৩জি, ৪জি এবং ৫জি অপশন। সেখান থেকে ৫জি অপশন সিলেক্ট করতে হবে।
- ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করার পর নিজেদের স্মার্টফোনে ৫জি সিম্বল দেখা যাবে নেটওয়ার্ক স্টেটাসে।
জিও এবং ভারতী এয়ারটেল ইতিমধ্যেই চালু করেছে তাদের ৫জি পরিষেবা। এই দুই সংস্থারই তরফে জানানো হয়েছে যে তাদের ৫জি সার্ভিস ব্যবহার করার জন্য ইউজারদের নতুন সিম কেনার প্রয়োজন নেই। যাঁরা আগে থেকেই ৪জি সিম ব্যবহার করেন, সেই সিম ৫জিতে আপগ্রেড করা যাবে। ইউজারদের অঞ্চলে ৫জি সার্ভিস চালু হলে খুব সহজেই ৪জি সিমকে ৫জি সিমে পরিবর্তিত করা যাবে।
advertisement
ইউজাররা যে শহরে থাকেন, সেই শহরে ৫জি পরিষেবা চালু হলে এবং তাঁদের ফোনে ৫জি পরিষেবা সাপোর্ট করলে খুব সহজেই ব্যবহার করা যাবে ৫জি সার্ভিস। এর জন্য সবার প্রথমে নিজেদের ফোনে সফটওয়্যার আপডেট করে দেখে নিতে হবে, সেই ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করছে কি না। ইতিমধ্যেই বিভিন্ন স্মার্টফোনের ম্যানুফ্যাকচাররা বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট রিলিজ করেছে, যার মাধ্যমে সেই সকল ফোনে ৫জি সাপোর্ট করবে।
Location :
First Published :
November 18, 2022 3:04 PM IST