ফেব্রুয়ারিতে আসছে Samsung Galaxy S23! দেখে নিন কেমন হতে পারে নতুন ফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
আইস ইউনিভার্স নামে পরিচিত এক টিপস্টারের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠান।
জনপ্রিয় মোবাইল সংস্থা Samsung-এর পরবর্তী প্রজন্মের Samsung Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন প্রকাশকে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ভাবে এই সিরিজ লঞ্চের তারিখটি প্রকাশ করা হতে পারে। জানা গিয়েছে যে, Samsung Galaxy S23 সিরিজ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে। ওই দিনই ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠান হবে।
আইস ইউনিভার্স নামে পরিচিত এক টিপস্টারের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠান। সেখানেই Samsung-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি প্রকাশ করা হতে পারে। এর মধ্যে থাকতে পারে Samsung Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনও। এর আগে আইস ইউনিভার্স জানিয়েছিল, অতিপ্রত্যাশিত Samsung Galaxy S23 সিরিজে ব্যবহার করা হতে পারে ২০০-মেগাপিক্সেল ক্যামেরা। যদিও Samsung কোম্পানির তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
কিন্তু, একাধিক সূত্রেই Samsung Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে একই ধরনের তথ্য জানা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে, এ তথ্য শেষ পর্যন্ত সত্য হতেই পারে।
advertisement
জানা গিয়েছে, Samsung Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনে অতি উন্নত মডেল এবং ক্যামেরা মডিউল-সহ S22 আল্ট্রার মতো একই রকম ডিজাইন ব্যবহার করা হতে পারে। কিন্তু, সংস্থার তরফ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
advertisement
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
তবে এটি নিশ্চিত করা হয়েছে যে কোয়ালকম বিশ্বব্যাপী Galaxy S23 সিরিজের সমস্ত মডেলের জন্য Snapdragon 8 Gen 2 প্রসেসর প্রদান করবে। প্রকৃতপক্ষে Samsung এবং কোয়ালকম একটি বহু বছরের চুক্তি স্বাক্ষর করেছে, যা আসন্ন গ্যালাক্সি ফ্ল্যাগশিপ মডেলগুলিতে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
advertisement
মনে করা হচ্ছে, Galaxy S23 সিরিজ আগের তিনটি মেনলাইন জেনারেশনের মতো, তিনটি মডেল অফার করতে পারে— একটি কমপ্যাক্ট ৬.১-ইঞ্চি ডিসপ্লে-সহ Galaxy S23, Galaxy S23 Plus, এবং একটি ৬.৭-ইঞ্চি ডিসপ্লে সমন্বিত অতিউন্নত Galaxy S23 Ultra।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2022 11:01 AM IST