Redmi-র ফোন ভালোবাসেন? আসছে Note 12; জানুন ফিচার, দাম সহ সব খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
Xiaomi ভারতে তাদের নতুন Redmi Note 12 সিরিজ লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে
Xiaomi প্রায় প্রত্যেক বছরেই নতুন নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। সম্প্রতি চিনা ব্র্যান্ড Xiaomi ভারতে তাদের নতুন Redmi Note 12 সিরিজ লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা তাঁর টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। যদিও এই সিরিজ ইতিমধ্যেই চিনে চালু হয়ে গিয়েছে তবে ভারতে এখনও এই সিরিজের স্মার্টফোন পাওয়া যায় না। তবে কোম্পানি জানিয়েছে যে, প্রায় ভারতীয় মূল্যে প্রায় ১৩,৬০০ টাকায় চিনে Redmi Note 12 লঞ্চ করেছে। বর্তমানে কোম্পানি ভারতীয় বাজারে এই মডেলগুলি লঞ্চ করার কথা ভাবনা-চিন্তা শুরু করেছে।
এই সিরিজে মোট তিনটি ডিভাইস নিয়ে আসতে চলেছে কোম্পানি। এর মধ্যে রয়েছে Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
তবে এই মুহূর্তে তিনটি ডিভাইসই ভারতে আনছে না Xiaomi। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি ভারতে ২০০ এমপি ক্যামেরা সহ এই লাইনআপের সবচেয়ে দুর্দান্ত মডেল লঞ্চ করার পরিকল্পনা করেছে। এছাড়াও, আগামী বছরের শুরুতে স্ট্যান্ডার্ড ভার্সনও লঞ্চ করা হতে পারে।
advertisement
advertisement
Redmi Note 12-এর স্পেসিফিকেশন
ইন্ডিয়া ভ্যারিয়েন্ট চিনে লঞ্চ হওয়া Redmi Note 12-এর মতো স্পেসিফিকেশন হতে পারে। এতে একটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, এর রিফ্রেশ রেট 120Hz হতে পারে। কোম্পানি ফোনে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর সহ Android 12 ভিত্তিক সফ্টওয়্যার ফিচারও যোগ করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এতে একটি ৪৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা থাকবে। এছাড়াও এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরাও থাকছে। অতিরিক্ত নিরাপত্তার জন্য ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি, 33W ওয়্যারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্টের মতো নানা ফিচার থাকছে।
advertisement
Redmi Note 12 Pro+-এর স্পেসিফিকেশন
Redmi Note 12 Pro+ স্মার্টফোনটিতে একটি.৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট থাকছে। এই হ্যান্ডসেটে 240Hz টাচ স্যাম্পলিং রেটও দেওয়া হবে। ডিভাইসটিতে MediaTek Dimensity 1080 চিপসেট থাকছে। Android 12 বেসড MIUI সফ্টওয়্যার স্ক্রিনযুক্ত ফোনটিতে প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ২০০ এমপি প্রাইমারি সেন্সর যেমন রয়েছে তেমনই ওআইএস সাপোর্টও রয়েছে। এছাড়াও, এতে ৮ এমপি এবং ২ এমপি ম্যাক্রো সেন্সরের পাশাপাশি একটি আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্সও থাকছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য ফোনে ৮এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। 5,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Redmi Note 12 Pro+ গ্রাহকদের অত্যন্ত পছন্দের স্মার্টফোন হয়ে উঠতে চলেছে বলে আশা করাই যায়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2022 11:42 AM IST

