ভারতে দাম কমলো শাওমি রেডমি ৪-এর

Last Updated:

আকর্ষণীয় ফিচার্স আর অল্প দাম, এই মন্ত্রেই বাজার মাত করেছে শামওমির স্মার্ট ফোনগুলি ৷ গত কয়েক বছরে উঠে এসেছে দেশের সর্বাধিক বিক্রিত স্মার্ট ফোনের তালিকায় ৷

#নয়াদিল্লি: আকর্ষণীয় ফিচার্স আর অল্প দাম, এই মন্ত্রেই বাজার মাত করেছে শামওমির স্মার্ট ফোনগুলি ৷ গত কয়েক বছরে উঠে এসেছে দেশের সর্বাধিক বিক্রিত স্মার্ট ফোনের তালিকায় ৷
এ বার শাওমিপ্রেমীদের জন্য সুখবর ৷ ভারতের বাজারে দাম কমলো শাওমি রেডমি ৪-এর ৷ এক ধাক্কায় ৫০০ টাকা দাম কমলো এই ফোনের ৷
তিনটি ভার্সনে বাজারে পাওয়া যায় রেডমি ৪ ৷ ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটির দাম এখন ৬,৯৯৯ টাকা ৷ এই ফোনটির দাম কমেনি ৷ তবে ৫০০ টাকা করে দাম কমেছে বাকি ভার্সনগুলির ৷ ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটির দাম আগে ছিল ৮,৯৯৯ টাকা ৷ এখন এই মডেলটি পেয়ে যাবেন ৮,৪৯৯ টাকায় ৷ অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটি এখন পাওয়া যাবে ১০,৪৯৯ টাকায় ৷ আগে এটির দাম ছিল ১০,৯৯৯ টাকা ৷
advertisement
advertisement
♣ এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে রেডমি ৪-এ-
• এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শমালো ভার্সন ৷
• ৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভড ডিসপ্লে ৷
• ১.৪ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৷
• রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ৷
• ৪১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে রে়ডমি ৪-এ ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে দাম কমলো শাওমি রেডমি ৪-এর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement