দিওয়ালির আগেই ভারতে লঞ্চ হবে Realme GT 5G, দাম ফাঁস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন Realme GT 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন...
Realme GT 5G: সম্প্রতি Realme গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল তাঁদের নয়া ফ্ল্যাগশিপ ফোন Realme GT 5G। স্মার্টফোনটি লঞ্চের সময় জানা যায়নি যে কবে ভারতে লঞ্চ হবে হবে Realme GT 5G। তবে এখন সংস্থাটির সিইও মাধব শেঠ এই বিষয়টি প্রকাশ করেছেন। CEO তাঁর #AskMadhav ২৭তম পর্বে নিশ্চিত করেছেন যে দিওয়ালির আগে ভারতে লঞ্চ হবে রিয়েলমে জিটি ৫জি। যদিও কোম্পানির তরফে এখনও কোনও অফিসিয়াল ডেট বা ফোন লঞ্চের সঠিক তারিখ জানায় নি। জেনে নিন Realme GT 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন...
Realme GT 5G-এর স্পেসিফিকেশন: Realme GT 5G ফোন রয়েছে ৬.৪৩ ইঞ্চি S-AMOLED E4 পাঞ্চ হোল ডিসপ্লে। যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিলিউস, স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭ শতাংশ, টাচ স্যাম্পেলিং রেট ৩৬০ হার্টজ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
রিয়েলমি জিটি ৫জি ফোনে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলবে।
advertisement
advertisement
ছবি তোলার জন্য ফোন রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর (এফ/১.৮৯) + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য ফোন রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জং সাপোর্ট করবে।
advertisement
Realme GT 5G-এর দাম: রিয়েলমি জিটি ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ৪৪৯ ইউরো, যা ৩৯,৯০০ টাকা। আবার এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৫৯৯ ইউরো (প্রায় ৫৩,২০০ টাকা)।
Location :
First Published :
June 19, 2021 5:48 PM IST