Photography: স্মার্টফোনেই উঠবে দুর্দান্ত ছবি! পদ্ধতি শেখালেন অভিজ্ঞ ফোটোগ্রাফার
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Smartphone Photography: প্রথাগত ফটোগ্রাফাররা ঠিক কোন জিনিসগুলি মাথায় রাখলে তাঁদের তোলা ছবি পৌঁছে যাবে অন্য মাত্রায়। সেইসব উত্তর দিলেন অভিজ্ঞ ফটোগ্রাফার অনুপ গুহ।
বাঁকুড়া: সকলের হাতেই স্মার্টফোন আর, প্রত্যেকেই ফটোগ্রাফার। এমন ঘটনাই ঘটছে সাম্প্রতিক। প্রযুক্তির দৌড়ে এখন হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোনের পিছনেই লাগানো রয়েছে ১০ থেকে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্যামেরা ব্যবহার করে প্রতিটি মুহূর্ত বন্দি হয়ে যাচ্ছে এক নিমেষে।
তবে আসলেই যারা ছবি তুলে উপার্জন করতে চান কিংবা সত্যিকারের ভাল ছবি তুলতে চান, তাঁদের কী করা উচিত? ফটোগ্রাফাররা ঠিক কোন জিনিসগুলি মাথায় রাখলে তাঁদের তোলা ছবি পৌঁছে যাবে অন্য মাত্রায়। সেইসব উত্তর দিলেন অভিজ্ঞ ফটোগ্রাফার অনুপ গুহ।
কম আলো থাকলে কী করা উচিৎ, বেশি আলো থাকলে ছবি কি করলে জ্বলবে না! মডেল বসিয়ে দেওয়া হল সব ধরনের উদাহরণ।ভাল ছবি তুলতে গেলে কি প্রয়োজন? এর উত্তরে অনুপ গুহ বলেন, ‘‘একটা স্মার্ট ফোনেও ভাল ছবি তোলা যায় যদি পন্থা জানা থাকে। ছবি তোলার জন্য অনুশীলনের প্রয়োজন রয়েছে এবং স্মার্ট ফোন দিয়ে অনুশীলন করলে পকেটেও হালকা থাকবে সঙ্গে মূল্যায়নও হবে। এছাড়াও ছবি তোলার হিড়িক উঠলেই দামি দামি ক্যামেরা কেনার প্রয়োজনীয়তা বোধ করেন না অনুপ গুহ।’’
advertisement
advertisement
কলকাতার এই অভিজ্ঞ ফটোগ্রাফার বাঁকুড়ায় এসে অনুপ্রেরণা যোগালেন বাঁকুড়া স্থানীয় উঠতি ফটোগ্রাফারদের মধ্যে। তিনি বলেন, “ভাল ফটোগ্রাফারের কাছে আলো বা কালারের কথা ভাবাই উচিত নয়, বরং একটা ভাল মুহূর্ত খুবই গুরুত্বপুর্ণ। পোজ দিয়ে আলো লাগিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে আনন্দ কম তবে ক্যান্ডিড ছবি তুলতে পারলে সেটাই আসল উপলব্ধি।” ফটোগ্রাফি একটা আর্ট। ফটোগ্রাফারদের সর্বোচ্চ সম্মান পুলিৎসার প্রাইজ।
advertisement
যতগুলি ছবি পুলিৎজার প্রাইজ পেয়েছে সেই ছবিগুলি দেখলে বোঝা যায় যে প্রতিটি ছবি একটা গল্প বলছে। একাধিক গল্প বলে একটি ছবি। সে কারণে একজন ফটোগ্রাফারকেও ভাল “স্টোরি টেলার” বা ‘কথক’ হতে হবে। এবং তাকেও বুঝতে হবে স্টোরি, এমনটাই মনে করেন অভিজ্ঞ ফটোগ্রাফার অনুপ গুহ। বাঁকুড়াতে এসে যুব ফটোগ্রাফারদের এই উপদেশই দিলেন তিনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 11:27 PM IST