ফোন তেতে উঠছে? মাথা গরম করবেন না ডিভাইসের মতো, জেনে রাখুন সমস্যা এড়ানোর উপায়

Last Updated:

এমন কিছু সেটিংস রয়েছে, যা পরিবর্তন করার পর ফোনের প্রসেসর থেকে লোড কমে যাবে। এর ফলে একটানা গেম খেলা বা ভিডিও দেখার সময় ফোন হ্যাং হবে না এবং গরম হবে না।

বর্তমানে ফোনের একটি গুরুতর সমস্যা হল তা গরম হয়ে যাওয়া। সকলেই অ্যান্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে চান। কারণ এর জন্য ফোন ভাল মতো কাজ করে না। কিন্তু, সহজ কয়েকটি উপায় অনুসরণ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমন কিছু সেটিংস রয়েছে, যা পরিবর্তন করার পর ফোনের প্রসেসর থেকে লোড কমে যাবে। এর ফলে একটানা গেম খেলা বা ভিডিও দেখার সময় ফোন হ্যাং হবে না এবং গরম হবে না।
ফোনের প্রসেসর ব্যাকগ্রাউন্ডেও অনেক কিছু করতে থাকে। এই কারণে অনেক সময় গেমিং বা মাল্টিটাস্কিং করার সময় ফোন হ্যাং হয়ে যায় এবং গরম হতে থাকে। তবে এখন আর চিন্তা করতে হবে না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনুসরণ করতে হবে সহজ কয়েকটি উপায়।
প্রথম উপায় হল ইউজারদের ফোনের সেটিংসে গিয়ে লোকেশনে যেতে হবে। এর পর Improve Accuracy অপশন দেখতে পাওয়া যাবে। এখান থেকে Wi-Fi Scanning এবং Bluetooth Scanning-এর অপশনটি বন্ধ করতে হবে। এটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কাজকর্ম কমিয়ে দেবে।
advertisement
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
দ্বিতীয় উপায় হল সেটিংসের পরে ইউজারদের অ্যাপে যেতে হবে। তারপর এখান থেকে ইউজারদের Google Play Service সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে Storage-এ যেতে হবে। তারপর এখান থেকে Clear Cache অপশনে ক্লিক করতে হবে। এটি ইউজারদের জাঙ্ক ফাইল মুছে দেবে।
advertisement
এর পরে, ইউজারদের App details in store অপশনে এসে সেটি Deactivate করতে হবে। এর পরে ফোনটি বন্ধ এবং চালু করতে হবে। এটি পূর্ববর্তী জাঙ্ক ফাইল মুছে দেবে।
এর পরে ইউজারদের সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে About Phone অপশনে যেতে হবে। এর পর Software Information অপশন পাওয়া যাবে। এর পরে Build Number অপশনে ৭ বার ক্লিক করতে হবে। এর ফলে নিজেদের ফোনে Developer Option অন হবে।
advertisement
ইউজাররা পরে এই অপশন অ্যাক্সেস করতে পারবেন। এই অপশনের ভিতরে গিয়ে ইউজারদের Window animation scale, Transition animation scale ও Animator duration scale-এ গিয়ে 5x সিলেক্ট করতে হবে। এর পরে, নিচে আসার পর, ইউজাররা Background Process Limit অপশন দেখতে পাবেন। এখানে ইউজারদের At most, 1 Process অপশনটি সিলেক্ট করতে হবে। এর ফলে ইউজারদের ফোনের প্রসেসরের ব্যাকগ্রাউন্ড টাস্ক কমে যাবে।
advertisement
এর পরে, চতুর্থ উপায় হল ইউজারদের Phone Master নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর Phone Cooler সিলেক্ট করতে হবে। এটির মাধ্যমে, ইউজারদের সেই অ্যাপগুলি সামনে আসবে, যা দীর্ঘদিন ধরে অ্যাক্সেস করা হয়নি। এরপর ইউজারদের Cool Down অপশনে ক্লিক করতে হবে। এটি ইউজারদের ফোন ক্লিন করবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন তেতে উঠছে? মাথা গরম করবেন না ডিভাইসের মতো, জেনে রাখুন সমস্যা এড়ানোর উপায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement