তাড়াতাড়ি করুন, Oppo Reno আর Reno 10x zoom বিক্রি শুরু !

Last Updated:
২৮ মে সাসে লঞ্চ হয়েছিল Oppo-র দুটি ফোন Oppo Reno আর Oppo Reno 10x Zoom। আজ, শুক্রবার দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হল এই স্মার্টফোনগুলি। এই দুটি ফোনে রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার্স। Oppo Reno 10x Zoom- Oppo-র প্রথম স্মার্টফোন যাতে রয়েছে 10x হাইব্রিড জুম। Oppo Reno আর Oppo Reno 10x Zoom-এই দুটি ফোন পাওয়া যাবে বিভিন্ন অনলাইন সাইট আর রিটেল স্টোর থেকে।
Oppo Reno-র প্রথেকটি ভেরিয়েন্টে এখনও লঞ্চ হয় নি। এই মুহূর্তে বাজারে এসেছে শুধু মাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ভারিয়েন্টির দাম 32,990 টাকা। এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে যেট ব্ল্যাক রঙে। সেল শুরু হওয়ার পর Amazon থেকে কেনা যাবে এই হ্যান্ডসেটটি।
Oppo Reno 10x Zoom পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টে - একটিতে রয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ, অন্যটিতে রয়েছে 8GB RAM আর 256GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজ Oppo Reno 10x Zoom-এর দাম 39,990 টাকা। 8GB RAM+ 256GB স্টোরেজ Oppo Reno 10x Zoom-এর দাম 49,990 টাকা। এই ফোনটি পাওয়া যাচ্ছে যেট ব্ল্যাক আর অসেন গ্রিন রঙে। এই ফোনটি কিনতে পারবেন Flipkart আর অফলাইন স্টোর থেকে।
advertisement
advertisement
Oppo Reno ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে । এই ফোনে রয়েছে সার্ক ফিন সেলফি ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে একটি 48 মেগাপিক্সেল সেন্সর আর 5 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে রয়েছে Snapdragon 710 ফোনের ভীতরে রয়েছে 3,765 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Oppo Reno-তে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
advertisement
Oppo Reno 10x Zoom Edition-এর বিশেষ আকর্ষণ এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, এতে থাকছে 8 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 16 মিমি থেকে 160 মিমি ফোকাল লেন্থে ছবি তোলা যাবে। অর্থাৎ পাওয়া যাবে 10x জুম। অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান সহ Oppo Reno 10x Zoom Edition ক্যামেরায় 4K 60fps ভিডিও তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরা ফোনের ভিতর থেকে বেরিয়ে আসতে 0.8 সেকেন্ড সময় লাগবে। ফোনের এর ভিতরে থাকছে 4,065 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
তাড়াতাড়ি করুন, Oppo Reno আর Reno 10x zoom বিক্রি শুরু !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement