বাজারে এল Oppo Reno 4 Pro। স্মার্টফোনপ্রেমী এবং ক্রিকেটপ্রেমী- দুই তরফের জন্যই আনকোরা নতুন স্মার্টফোন। আকর্ষণীয় রঙের দিক থেকে বিচার করে এর নাম দেওয়া হয়েছে গ্যালাকটিক ব্লু।
Oppo কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, ২৪ সেপ্টেম্বর ২০২০ বাজারে আসছে এই ফোন। সঙ্গে রয়েছে বাড়তি আকর্ষণ- মহেন্দ্র সিং ধোনির অটোগ্রাফ। স্টাইলিশ লুক, উন্নত ফিচারের পাশাপাশি মাহির অটোগ্রাফ এই ফোনের অভিনবত্ব বাড়িয়েছে অনেকটাই।
একদা ক্রিকেটে বিশ্বকাপ জয় করে নিয়ে আসা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথা বিশেষ ভাবে মাথায় রেখেই না কি এই ফোনের ডিজাইন করেছে অপো। সেই জন্যেই ফোনের সঙ্গে মিলছে খেলোয়াড়ের সইটাও! মোবাইলের বাজারের ক্রমশ বাড়তে থাকা প্রতিযোগিতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি আদতে তো জানে ভালোই- কী করলে টেনে নেওয়া যাবে মনোযোগ!
তা বলে ক্যাপ্টেন কুল-এর সইটা তো আর অপোর এই নয়া মডেলের একমাত্র ফিচার নয়। তাই দেখে নেওয়া যাক এই ফোন খরিদ করলে ঠিক কী কী পাচ্ছেন আপনি:
১. স্মার্টফোনে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনো সেন্সর।
২. ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ থাকছে।
৩.অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম কালার ওএস ৭.২।
৪. ফোনটা মাপেও নেহাত ছোট নয়- থাকছে ৬.৫৫ ইঞ্চি স্ক্রিন।
৫. এই ফোনের পিছনে ৪টি ও হোলপাঞ্চ ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৬. রয়েছে সুপার ফাস্ট চার্জিং এর জন্য ৪০০০ এমএএইচ এর নন-রিমুভেবল ব্যাটারি।
Oppo Reno 4 Pro-র বিশেষ এই এডিশনের দাম ধার্য হয়েছে ৩৪,৯৯০ টাকা।
২৪ সেপ্টেম্বর দুপুর থেকেই অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে শুরু হয়েছে ফোনের বিক্রি। প্রথম ৫০০ জন ক্রেতার জন্য থাকছে বিশেষ ধোনি গিফ্ট বক্স। তাতে থাকছে টি-শার্ট, বল, টুপি, কয়েন- সবের গায়েই মিলবে মাহির অটোগ্রাফ।
এসবিআই ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে থাকছে ২৫০০ টাকার ছাড় পাওয়ার সুযোগও।