কবে থেকে কেনা যাবে OnePlus 7 ? জেনে নিন ফিচার্স
Last Updated:
এই বছর এক সঙ্গে দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল OnePlus। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে দুটি ফোনের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 7 Pro। 4 জুন থেকে বিক্রি শুরু হচ্ছে OnePlus 7। দুপুর ১২টা থেকে Amazon India আর OnePlus স্টোর থেকে পাওয়া যাবে OnePlus 7।
দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7, একটি 6GB RAM সাথে 128GB স্টোরেজ আর অন্যটি 8GB RAM সাথে 256GB স্টোরেজ। গ্রাহকরা দুটি রঙের অপশন পাবেন- গ্রে আর রেড। রেড রঙের ভেরিয়েন্ট পাওয়া যাবে শুধুমাত্র 8GB + 256GB স্টোরেজ।
OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ, রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর পিছনে রয়েছে গ্লাস ফিনিশ।
advertisement
advertisement
OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 প্রসেসর, সাথে GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 এ রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা
view commentsLocation :
First Published :
May 30, 2019 5:36 PM IST