14 মে লঞ্চ হবে OnePlus-এর 7 সিরিজের নতুন ফোন। ইতিমধ্যে মেডিয়া ইনভাইট পাঠাতে শুরু করে দিয়েছে OnePlus। একই সাথে টিজার ভিডিও রিলিজ করেছে OnePlus।
এক সাথে তিনটি দেশ ভারত, ইউকে আর অ্যামেরিকায় লঞ্চ হবে OnePlus-এর নতুন ফোনগুলি। চিনে 16 মে লঞ্চ হবে এই ফোন। 14 মে ভারতীয় সময় রাত 8 টা 15 মিনিটে শুরু হবে OnePlus লঞ্চ ইভেন্ট, দেখা যাবে OnePlus-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে যেমন YouTube, Facebook, Twitter আর কোম্পানিে ওয়েবসাইটে।
এই বছর কোম্পানির নতুন ট্যাগ লাইন Go Beyond Speed। নতুন OnePlus-এ থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 855। শোনা যাচ্ছে এক সঙ্গে দুটি ফোন লঞ্চ করবে OnePlus। OnePlus 7-এ থাকবে OnePlus 6T-র মতন একি ডিজাইন। OnePlus 7 Pro-তে থাকবে 90Hz QHD+ কার্ভ ডিসপ্লে। সাথে থাকবে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনে থাকবে 30W ফাস্ট চার্জিং। আশা করা যাচ্ছে Pro-ভেরিয়েন্টের একটি 5G ভার্শনও দেখা যেতে পারে।
OnePlus 6T-র টপ ভেরিয়েন্টের দাম 51,000 টাকা তাই আমরা অবাক হব না যদি OnePlus 7 Pro-র দাম যদি এর সমান হয়। আর OnePlus 7-এর দাম হবে 40,000 টাকার মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OnePlus, OnePlus 7, Oneplus 7 5g