অবশেষে বাজারে এল OnePlus 11 5G, ফিচার কি কেনার জন্য যথেষ্ট? দেখে নিন এক ঝলকে

Last Updated:

OnePlus 11 5G: আশা করা যাচ্ছে এটি পরের মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে।

OnePlus 11 5G অবশেষে লঞ্চ হল। অন্তত এই সপ্তাহে চিনে লঞ্চ হওয়ার পর আশা করা যাচ্ছে এটি পরের মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। OnePlus গত কয়েক সপ্তাহ ধরেই ফোনটি সম্পর্কে নানা টিজার পেশ করে চলেছে, ইতিমধ্যেই এর পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস সম্পর্কেও নানা তথ্য শেয়ার করেছে। Qualcomm-এর ক্ষমতা সহ নতুন স্ন্যাপড্রাগন চিপসেট এই ফোনটির প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে।
OnePlus 11 5G-র মূল্য
চিনে OnePlus 11 5G-র দাম ১২ জিবি + ১৫৬ জিবি মডেলের জন্য ভারতীয় মূল্যে আনুমানিক ৪৭ হাজার ৯০০ টাকা ধার্য করা হয়েছে। গ্রাহকরা এছাড়াও আরেকটি ভ্যারিয়েন্ট পাবেন, যেখানে রয়েছে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের ক্ষমতা। এদের দাম যথাক্রমে ভারতীয় মূল্যে আনুমানিক ৫৩ হাজার ও ৫৯ হাজার টাকা ধার্য করা হয়েছে। OnePlus আগামী ৯ জানুয়ারি থেকে চিনে এই ফোনটি বিক্রি করা শুরু করবে। আমরা ভারতে OnePlus 11 5G-এর দাম সম্পর্কে সঠিক তথ্য জানতে পারব আগামী ৭ ফেব্রুয়ারি থেকে, সেই সময় এটি আমাদের দেশে লঞ্চ হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
এবার আসা যাক এর স্পেসিফিকেশন সম্পর্কে। OnePlus 11 5G-তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট স্ক্রিন সহ Quad-HD+ রেজোলিউশনের সাপোর্ট। এছাড়া এতে একটি ৬.৭ ইঞ্চি OLED LTPO 3.0 প্যানেল রয়েছে, নতুন Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত এই সেটটিতে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সুবিধেও রয়েছে। এটি অন্যান্য OnePlus ফোনের মতো এক্সপেন্ডেবল নয়। OnePlus 11 সিরিজের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড অক্সিজেনওএস ভার্সনের সঙ্গে উপলব্ধ।
advertisement
OnePlus-এর এই সেটটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ উপলব্ধ। এর সঙ্গে এতে একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গল সেন্সর এবং একটি ৩২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল শ্যুটারও রয়েছে।
ফোনে 5000mAh ব্যাটারি ব্যাকআপের পাওয়ার রয়েছে, এরই সঙ্গে থাকছে 100W ওয়্যারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে অ্যালার্ট স্লাইডার উপলব্ধ রয়েছে ভ্যানিলা ভ্যারিয়েন্টে, যা দেখতে অনেকটা প্রো মডেলের মতো মনে হবে, তবে এতে ওয়্যারলেসের সুবিধে নেই। ফোনটির প্রস্থ ৮.৫ মিমি এবং ওজন প্রায় ২০৫ গ্রাম।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অবশেষে বাজারে এল OnePlus 11 5G, ফিচার কি কেনার জন্য যথেষ্ট? দেখে নিন এক ঝলকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement