আম আদমির ৫ টাকাও চান মোদি! NaMo App-এ ‘মাইক্রো ডনেশনস’

Last Updated:

২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট পেতে সিঙ্গল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে NaMo app৷ বিজেপি-র অন্দরের খবর, যে সব মানুষ বিজেপি-কে ডোনেট করতে চান, তাঁরা এই অ্যাপ-এর সাহায্যে অনায়াসেই দান করতে পারবেন কার্ড ব্যবহার করে৷

#নয়াদিল্লি: সব স্তরে দলকে পৌঁছে দিতে এ বার NaMo app-এ চালু করা হল ‘মাইক্রো ডনেশনস’ ফিচার৷ এই ফিচারে যে কেউ বিজেপি-তে ৫ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত দান করতে পারবেন৷ সোমবার থেকেই এই ফিচারটি আপডেট করা হয়েছে অ্যান্ড্রয়েডে৷ মঙ্গলবার থেকে iOS-এও মিলছে৷
২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট পেতে সিঙ্গল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে NaMo app৷ বিজেপি-র অন্দরের খবর, যে সব মানুষ বিজেপি-কে ডোনেট করতে চান, তাঁরা এই অ্যাপ-এর সাহায্যে অনায়াসেই দান করতে পারবেন কার্ড ব্যবহার করে৷
গত বছর একটি নিয়ম চালু করে নির্বাচন কমিশন৷ ওই নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দলে কেউ ২ হাজার টাকার বেশি দান করলেই, সংশ্লিষ্ট দাতার পরিচয় প্রকাশ করতে হবে৷ NaMo app-এ দলের বিভিন্ন বইও ডাউনলোডের অপশন থাকছে৷ যাতে দলের কর্মীরা ওই বই পড়ে দলের নীতি ও রূপরেখা সম্পর্কে অবগত থাকতে পারেন৷
advertisement
advertisement
আরও ভিডিও: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোদির সভা মঞ্চ
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আম আদমির ৫ টাকাও চান মোদি! NaMo App-এ ‘মাইক্রো ডনেশনস’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement