আম আদমির ৫ টাকাও চান মোদি! NaMo App-এ ‘মাইক্রো ডনেশনস’

Last Updated:

২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট পেতে সিঙ্গল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে NaMo app৷ বিজেপি-র অন্দরের খবর, যে সব মানুষ বিজেপি-কে ডোনেট করতে চান, তাঁরা এই অ্যাপ-এর সাহায্যে অনায়াসেই দান করতে পারবেন কার্ড ব্যবহার করে৷

#নয়াদিল্লি: সব স্তরে দলকে পৌঁছে দিতে এ বার NaMo app-এ চালু করা হল ‘মাইক্রো ডনেশনস’ ফিচার৷ এই ফিচারে যে কেউ বিজেপি-তে ৫ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত দান করতে পারবেন৷ সোমবার থেকেই এই ফিচারটি আপডেট করা হয়েছে অ্যান্ড্রয়েডে৷ মঙ্গলবার থেকে iOS-এও মিলছে৷
২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট পেতে সিঙ্গল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে NaMo app৷ বিজেপি-র অন্দরের খবর, যে সব মানুষ বিজেপি-কে ডোনেট করতে চান, তাঁরা এই অ্যাপ-এর সাহায্যে অনায়াসেই দান করতে পারবেন কার্ড ব্যবহার করে৷
গত বছর একটি নিয়ম চালু করে নির্বাচন কমিশন৷ ওই নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দলে কেউ ২ হাজার টাকার বেশি দান করলেই, সংশ্লিষ্ট দাতার পরিচয় প্রকাশ করতে হবে৷ NaMo app-এ দলের বিভিন্ন বইও ডাউনলোডের অপশন থাকছে৷ যাতে দলের কর্মীরা ওই বই পড়ে দলের নীতি ও রূপরেখা সম্পর্কে অবগত থাকতে পারেন৷
advertisement
advertisement
আরও ভিডিও: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোদির সভা মঞ্চ
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আম আদমির ৫ টাকাও চান মোদি! NaMo App-এ ‘মাইক্রো ডনেশনস’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement