২০০ মেগাপিক্সেল ক্যামেরার Moto Edge 30 Ultra এখন ১২ জিবি র্যাম-সহ, পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Moto Edge 30 Ultra -র ১২জিবি র্যাম + ১৫৬ জিবি র্যাম ভেরিয়েন্টটি মাত্র ৬৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।
মোটোরোলার ফ্ল্যাগশিপ গত মাসেই লঞ্চ করেছে স্মার্টফোন Moto Edge 30 Ultra। একই সঙ্গে লঞ্চ হয়েছে Moto Edge 30 Fusion। মোটোর এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট, সঙ্গে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং আরও অনেক কিছু। এই মুহূর্তে এটি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস। এর আগে ৮ জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হলেও ১২জিবি র্যাম ভেরিয়েন্ট এই প্রথম।
এবার দেখে নেওয়া যাক এর দাম কত এবং নতুন Moto Edge 30 Ultra ১২জিবি র্যাম ভেরিয়েন্ট কি কি ফিচার ও অফার নিয়ে এসেছে—
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Moto Edge 30 Ultra-র ১২জিবি র্যামের দাম
advertisement
advertisement
মোটো এজ ৩০ আলট্রার ১২জিবি র্যাম + ১৫৬জিবি র্যাম ভেরিয়েন্টটি মাত্র ৬৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ক্রেতারা এসবিআই ক্রেডিট কার্ডে ১০ শতাংশ অর্থাৎ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটো এজ ৩০-এর ৮জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা এবং এটিও বর্তমানে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
advertisement
Moto Edge 30 Ultra-র স্পেসিফিকেশন
মোটো এজ ৩০ আল্ট্রাতে রয়েছে ১৪৪এইচজেড রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬৭ ইঞ্চির এফএইচডি + কার্ভড পোলড ডিসপ্লে। এ ছাড়াও এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট দ্বারা চালিত ১২জিবি পর্যন্ত র্যাম এবং ১৫৬জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধে।
অপটিক্সের ক্ষেত্রে, এতে থাকছে একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি স্যামসং এইচপি ১ শুটার, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফোটো শ্যুটার ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের সামনের দিকে থাকছে ৬০ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ১২৫ ওয়াটের দ্রুত চার্জিং পাওয়ারের ৪,৬১০এমএএইচ ব্যাটারি। অন্য দিকে, এটি ৫০ ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং-ও সাপোর্ট করে। মোটো এজ আলট্রা ৩০-এর কানেক্টিভিটি ফিচারগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।
Location :
First Published :
October 24, 2022 10:17 AM IST