JioPhone Next: কাছাকাছি স্টোরে JioPhone Next এসে গিয়েছে কিনা বুঝবেন কী ভাবে ? জেনে নিন বিস্তারিত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
JioPhone Next: স্মার্টফোনের উপলব্ধতা সম্পর্কে নোটিফিকেশন পেতে হলে Jio-এর ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন৷
#কলকাতা: দীর্ঘ সময়ের অপেক্ষা, অনেক জল্পনা ও নানান গুজবের পর, অবশেষে বাজারে এল Reliance Jio-র স্মার্টফোনের লেটেস্ট ভার্সন JioPhone Next। Google-এর সঙ্গে যৌথ ভাবে তৈরি এই ফোন ডিভাইজটি আসন্ন দীপাবলিতেই গ্রাহকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর Reliance Jio। ১০,০০০ টাকারও নিচে তৈরি বিশেষ ধরনের লেন্স এবং বিভিন্ন ফিচারযুক্ত এই ডিভাইজ বাজার ধরতে রীতিমতো টক্কর দিতে পারে Samsung, Realme, Xiaomi-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলিকে। প্রথমে চলতি বছরের গণেশ চতুর্থীতে এই ফোন লঞ্চ করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তবে এবারে ৪ নভেম্বর, দীপাবলির শুভ মুহূর্তেই গ্রাহকরা হাতে পেতে পারেন JioPhone Next।
JioPhone Next-এর ফিচার
এই ফোনের সেরা ফিচারগুলির মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ২১৫ (Qualcomm Snapdragon), ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এছাড়াও এতে রয়েছে ৮এমপি সেলফি ক্যামেরা সহ ৫.৪৫-ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে এবং ১৩এমপি প্রাইমারি ক্যামেরা ফ্ল্যাশ।
advertisement
advertisement
JioPhone Next: বাজার দর
Jio নতুন JioPhone Next স্মার্টফোনটির দাম রেখেছে ভারতীয় টাকায় ৬,৪৯৯ টাকা যা একযোগে দেড় বা দুই বছরের ইএমআইয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। সেই সঙ্গে যাঁরা পুরনো Jio-র স্মার্টফোন ব্যবহার করছেন সে সমস্ত গ্রাহকরা যদি JioPhone Next-এর অফারগুলি গ্রহণ করতে চান, তাহলে তাঁরা ১৯৯৯ টাকার ডাউনপেমেন্ট এবং ৩০০ টাকার ইএমআই সহ এই ফোন কিনতে পারবেন।
advertisement
JioPhone Next: বাজার কোথায় কোথায় এই ফোন কেনা যাবে?
হ্যাঁ, গ্রাহকদের জন্য সেই সুবিধেও দিয়েছে Jio। সে ক্ষেত্রে গ্রাহকরা যদি JioPhone Next ফোনটি তাঁদের কাছাকাছি কোনও দোকানে কখন উপলব্ধ হবে সেই বিষয়ে জানতে চান বা স্মার্টফোনের উপলব্ধতা সম্পর্কে নোটিফিকেশন পেতে চান তাঁরা Jio-এর ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন৷
advertisement
স্টেপ-১ telco-র ওয়েবসাইট jio.com-এ গিয়ে নতুন JioPhone Next মেসেজে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এবারে 'I am interested’ অপশনটিতে ক্লিক করে নিজেদের নাম এবং নম্বর লিখতে হবে। গ্রাহকদে সম্পূর্ণ শর্তাবলী পড়ে ‘এগ্রি’ বা ‘সম্মত’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ-৩ এবারে একটি ওটিপি তৈরি হবে, যেটি দিয়ে ওয়েবসাইটে লগ-ইন করে নিজেদের ব্যক্তিগত তথ্য, বসবাসের পিন কোড লিখতে হবে।
স্টেপ-৪ এর পর গ্রাহকদের মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে যা বলে দেবে গ্রাহকরা তাঁদের নিকটবর্তী স্টোরে JioPhone Next ফোনটি পাবেন কি না।
Location :
First Published :
November 02, 2021 10:54 AM IST