Jio vs Airtel Vs Vi: বিনামূল্যে ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন! এই প্ল্যানে সুবিধা দিচ্ছে Jio, Airtel ও Vi

Last Updated:

Jio, Airtel এবং Vi-এর নির্দিষ্ট প্ল্যানের সঙ্গেই ডিজনি+হটস্টারে স্ট্রিমিং ম্যাচ, শো এবং বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ।

নির্দিষ্ট কিছু প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন দিচ্ছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এই প্যাকেজে ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন ছাড়াও সীমাহীন কলিং, এসএমএস ডেটা এবং আরও কিছু সুবিধে পাওয়া যাচ্ছে।
আলাদাভাবে আর হটস্টারের প্ল্যান সাবস্ক্রিপশন করার দরকার নেই। জিও, এয়ারটেল এবং ভিআই-এর নির্দিষ্ট প্ল্যানের সঙ্গেই ডিজনি+হটস্টারে স্ট্রিমিং ম্যাচ, শো এবং বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ। এখানে সেই প্ল্যানগুলোর বিস্তারিত জানানো হল।
ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ জিও-র প্ল্যান:
advertisement
১৪৯৯ টাকার প্ল্যান – ৮৪ দিনের প্ল্যান। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। দৈনিক ২ জিবি-সহ পাওয়া যাবে মোট ১৬৮ জিবি ডেটা। ব্যাবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা এবং আরও অনেক কিছুর বিনামূল্যে অ্যাক্সেস-সহ ১ বছরের ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
৪১৯৯ টাকার প্ল্যান – এক বছরের প্ল্যান। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। দৈনিক ৩ জিবি ডেটা-সহ মোট ১০৯৫ জিবি ডেটা মিলবে। এবং অবশ্যই জিও অ্যাপের সুবিধা সহ একবছরের ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ এয়ারটেলের প্ল্যান:
১৮১ টাকার প্ল্যান – ৩০ দিনের মেয়াদ। দৈনিক ১ জিবি ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস-সহ মোবাইলে ডিজনি+হটস্টারের ৩ মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৩৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের প্ল্যান। সীমাহীন কলিংয়ের সুযোগ। প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে। সঙ্গে ২ জিবি দৈনিক ডেটা এবং ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
৪৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। ২ জিবি দৈনিক ডেটা। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৫৯৯ টাকার প্ল্যান - ২৮ দিনের বৈধতা। ৩ জিবি দৈনিক ডেটা। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। সঙ্গে ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
৮৩৯ টাকার প্ল্যান – এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিনের। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে। দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।
২৯৯৯ টাকার প্ল্যান – এক বছরের মেয়াদ। প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং আরও অনেক কিছু মিলবে। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
৩৩৫৯ টাকার প্ল্যান – এক বছরের মেয়াদ। আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। ডেটা মিলবে দৈনিক ২.৫ জিবি। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।
ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ ভিআই-এর প্ল্যান:
১৫১ টাকার প্ল্যান – এক মাসের বৈধতা। মোট ৮ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন।
৩৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন।
advertisement
৪৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।
৬০১ টাকার প্ল্যান – ২৮ দিনের মেয়াদ। দৈনিক ৩ জিবি ডেটা। ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এবং ১৬ জিবি অতিরিক্ত ডেটা।
৯০১ টাকার প্ল্যান – ৭০ দিনের মেয়াদ। প্রতিদিন ৩ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন এবং ৪৮ জিবি অতিরিক্ত ডেটা।
১০৬৬ টাকার প্ল্যান – ২ জিবি দৈনিক ডেটা সহ ৮৪ দিনের বৈধতা। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।
৩০৯৯ টাকার প্ল্যান – প্ল্যানের মেয়াদ এক বছরের। দৈনিক ২ জিবি ডেটা মিলবে। সঙ্গে ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এবং ৭৫ জিবি অতিরিক্ত ডেটা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio vs Airtel Vs Vi: বিনামূল্যে ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন! এই প্ল্যানে সুবিধা দিচ্ছে Jio, Airtel ও Vi
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement