বিনামূল্যে কীভাবে রিনিউ করবেন জিও প্রাইম ?

Last Updated:
#মুম্বই: ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে চালু হয়েছিল রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশন। একবছরের জন্য চালু হয়েছিল এই মেম্বরশিপ ৷ ৩১ মার্চ তার মেয়াদ শেষ হতে চলেছে । জিও গ্রাহকদের জন্য সুখবর আগেই ঘোষণা করা হয়েছিল মুকেশ আম্বানির সংস্থার তরফে ৷ আরও ১২ মাস অথার্ৎ এক বছরের জন্য প্রাইম মেম্বরশিপের মেয়াদ বাড়ানো হয়েছে ৷ তবে সেটা নিজে থেকে হবে না ৷ গ্রাহকদের মাই জিও অ্যাপে গিয়ে সেটার জন্য আবেদন করতে হবে ৷ তবে কী করে রিনিউ করবেন এই নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে ৷
কীভাবে রিনিউ করবেন মেম্বরশিপ দেখে নিন -
প্রথমে মাই জিও অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিন ৷ আপনার জিও নম্বর দিয়ে লগ ইন করুন ৷
advertisement
লগ ইন করলেই আপনার স্ক্রিনে একটি ব্যানার আসবে তাতে ‘ Congratulations! Extend Jio Prime free for a year’ লেখা থাকবে ৷ Get Now এ ক্লিক করলেই রিনিউ হয়ে যাবে আপনার মেম্বরশিপ ৷
advertisement
যদি আপনার ফোনে ব্যানার না আসে তাহলে পরের পেজে একটি মেসেজে আসবে ‘Jio Prime is getting bigger, you are a valued Jio Prime member. And we are extending one full year's subscription absolutely free for you.’ এর নীচে আপনার নামে রেজিষ্টার্ড জিও নম্বর দেওয়া থাকবে ৷
যে নম্বরের মেম্বরশিপ আপনি রিনিউ করতে চান সেই নম্বরে ক্লিক করুন ৷ এরপর Proceed-এ ক্লিক করুন ৷
advertisement
এরপর জিও-র তরফে মেসেজ পাঠানো হবে "request raised successfully" ৷ শীঘ্রই জিও-র তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিনামূল্যে কীভাবে রিনিউ করবেন জিও প্রাইম ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement