আজ শুরু Jio Phone-2-এর ফ্ল্যাশ সেল, কী রয়েছে এই স্মার্ট-ফিচার ফোনে ? দেখে নিন

Last Updated:
#কলকাতা: জিও ফোনের অভাবনীয় সাফল্যের পর এবার বাজারে আসছে জিও ফোন ২ ৷ বাজারে জিও ফোন ২ আনার কথা গত ৫ জুলাই ঘোষণা করেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ৷ এবার আরও উন্নত স্মার্ট-ফিচার ফোন বাজারে আনছে সংস্থা ৷ উদ্দেশ্য দেশের সব মানুষের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট পৌঁছে দেওয়া ৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড সংখ্যায় বিক্রি হয়েছে জিও ফোন ৷ এবার নতুন জিও ফোন-২ আরও বেশি ফিচারযুক্ত এবং আধুনিক ৷
Jio-Phone-2
জিও ফোন-২-এর বুকিং শুরু আজ, ১৬ অগাস্ট থেকেই ৷  Jio.com-এ  দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু ফ্ল্যাশ সেল ৷ জিও ফোন-২-এর বুকিং করা যাবে MyJio অ্যাপ থেকেও ৷ ফোনটি ৪জি ফিচার-যুক্ত এবং দাম মাত্র ২৯৯৯ টাকা ৷ নতুন এই জিও ফোনে থাকছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুক অ্যাপের সাপোর্টও ৷ হ্যান্ডসেটটি Qwerty কিবোর্ডযুক্ত এবং ডিসপ্লে ২.৪ ইঞ্জি QVGA ৷ KAI অপারেটিং সিস্টেমের সঙ্গে ৫১২ এমবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনটির ৷ রেয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং VGA ফ্রন্ট ক্যামেরা সেনসরযুক্ত নতুন এই স্মার্ট ফিচার ফোনটি ৷ ব্যাটারিও মোটের উপর ভালই ৷ ২০০০ mAh ৷ এছাড়া জিওফোন-২-তে থাকছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth এবং এফএম রেডিও  ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ শুরু Jio Phone-2-এর ফ্ল্যাশ সেল, কী রয়েছে এই স্মার্ট-ফিচার ফোনে ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement