#কলকাতা: জিও ফোনের অভাবনীয় সাফল্যের পর এবার বাজারে আসছে জিও ফোন ২ ৷ বাজারে জিও ফোন ২ আনার কথা গত ৫ জুলাই ঘোষণা করেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ৷ এবার আরও উন্নত স্মার্ট-ফিচার ফোন বাজারে আনছে সংস্থা ৷ উদ্দেশ্য দেশের সব মানুষের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট পৌঁছে দেওয়া ৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড সংখ্যায় বিক্রি হয়েছে জিও ফোন ৷ এবার নতুন জিও ফোন-২ আরও বেশি ফিচারযুক্ত এবং আধুনিক ৷
জিও ফোন-২-এর বুকিং শুরু আজ, ১৬ অগাস্ট থেকেই ৷ Jio.com-এ দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু ফ্ল্যাশ সেল ৷ জিও ফোন-২-এর বুকিং করা যাবে MyJio অ্যাপ থেকেও ৷ ফোনটি ৪জি ফিচার-যুক্ত এবং দাম মাত্র ২৯৯৯ টাকা ৷ নতুন এই জিও ফোনে থাকছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুক অ্যাপের সাপোর্টও ৷ হ্যান্ডসেটটি Qwerty কিবোর্ডযুক্ত এবং ডিসপ্লে ২.৪ ইঞ্জি QVGA ৷ KAI অপারেটিং সিস্টেমের সঙ্গে ৫১২ এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনটির ৷ রেয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং VGA ফ্রন্ট ক্যামেরা সেনসরযুক্ত নতুন এই স্মার্ট ফিচার ফোনটি ৷ ব্যাটারিও মোটের উপর ভালই ৷ ২০০০ mAh ৷ এছাড়া জিওফোন-২-তে থাকছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth এবং এফএম রেডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio Phone 2, Smart Feature Phone