আর দিনকয়েকেই আসছে Google Pixel 7 সিরিজ, দাম কত হতে পারে জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আগামী ৬ অক্টোবের গুগল তাদের এই পিক্সেল ৭ সিরিজের ফোন লঞ্চ করতে পারে।
ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ করা হতে চলেছে গুগল পিক্সেলের এই ৭ সিরিজের ফোন। গুগলের তরফে জানানো হয়েছে যে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে এই ফোন। এই বছরের শুরুতেই গুগলের আই/ও ২০২২ অনুষ্ঠানে পিক্সেল ৭ সিরিজের ফোন সম্পর্কে জানানো হয়েছিল।
গুগল লঞ্চ করতে চলেছে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোন। জানা গিয়েছে যে আগামী ৬ অক্টোবের গুগল তাদের এই পিক্সেল ৭ সিরিজের ফোন লঞ্চ করতে পারে। গুগলের তরফে অফিসিয়ালি কিছু জানানো না হলেও গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম অনলাইনে লিক হয়ে গিয়েছে। সেই খবর অনুযায়ী গুগল পিক্সেল ৭ ফোনের দাম হতে পারে প্রায় ৫৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,০০০ টাকা। গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম হতে পারে প্রায় ৮৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭২,০০০ টাকা।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
লিক হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে গুগল পিক্সেল ৭ ফোনের দাম ৪৮,০০০ টাকা এবং গুগল পিক্সেল সেভেন প্রো ফোনের দাম ৭২,০০০ টাকা হতে পারে। কিন্তু অনেকেই মনে করছেন যে ভারতে এই ফোনের দাম এত বেশি করা হবে না। অন্য সূত্র অনুযায়ী ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম শুরু হতে পারে প্রায় ৫২,০০০ টাকা থেকে। গুগল ভ্যানিলা পিক্সেল ৭ ফোনের দাম শুরু হতে পারে ৫৫০০০ টাকা থেকে এবং পিক্সেল ৭ প্রো ফোনের দাম ৭৫,০০০ টাকার মধ্যে করা হতে পারে।
advertisement
advertisement
আবার যদি পিক্সেল ৬এ এবং আইফোন ১৪ সিরিজের দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে ভারতে এই ফোনের দামের সঙ্গে যুক্ত করা হয়েছে অতিরিক্ত ট্যাক্স এবং ডিউটি কস্ট। এর ফলে ভারতে পিক্সেল ৬এ ফোনের দাম ৪৩,৯৯৯ টাকা এবং আইফোন ১৪ প্রো ফোনের দাম শুরু হয়েছে ১,২৯,৯০০ টাকা থেকে। ভারতে এই ফোনের দাম আমেরিকার থেকে প্রায় ৪০,০০০ টাকা বেশি। আগামী দিনে ভারতে লঞ্চ করা হতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন। পিক্সেল ৩ এবং ৩এক্সএল ফোনের পর ভারতে এটাই প্রথম গুগলের পিক্সেল ফ্ল্যাগশিপ ফোন। ফলে ভারতে এর দাম কত হতে পারে, এখন সেই দিকেই সকলের নজর।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে সেকেন্ড জেনারেশন টেনসর চিপ। গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩। এটি গুগলের একটি ফ্ল্যাগশিপ সিরিজের ফোন। গুগলের তরফে অফিসিয়ালি পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম এবং ফিচার সম্পর্কে কিছু না জানানো হলেও লিক হওয়া খবর অনুযায়ী এই সব তথ্য ইতিমধ্যেই জানা গিয়েছে।
Location :
First Published :
September 30, 2022 1:59 PM IST