মাত্র ২ টাকাতেই পাওয়া যাচ্ছে Spotify-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন; জেনে নিন কীভাবে

Last Updated:

২৫ টাকার পরিবর্তে গ্রাহকদের এক সপ্তাহের জন্য মাত্র ২ টাকা খরচ করতে হবে। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে তাদের বিশেষ এই ধামাকা অফার

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify ভারতীয় গ্রাহকদের আকৃষ্ট করতে একটি নতুন অফার নিয়ে এসেছে। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify লঞ্চ করেছে একটি নতুন মিনি প্ল্যান। মাত্র ২ টাকায় গ্রাহকদের প্রিমিয়াম মিনি সাবস্ক্রিপশন প্ল্যান দেওয়া হচ্ছে, যার দাম আসলে এক সপ্তাহের জন্য ২৫ টাকা। অর্থাৎ ২৫ টাকার পরিবর্তে গ্রাহকদের এক সপ্তাহের জন্য মাত্র ২ টাকা খরচ করতে হবে। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে তাদের বিশেষ এই ধামাকা অফার। ভারতের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify লঞ্চ করেছে নতুন এই প্রিমিয়াম মিনি সাবস্ক্রিপশন প্ল্যান।
জানা গিয়েছে যে, Spotify-এর নতুন এই প্রিমিয়াম মিনি সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে, যে সকল ইউজার পরবর্তী ৩০ দিনের মধ্যে যে কোনও ১০ দিনের জন্য প্রিমিয়াম মিনি প্ল্যান ব্যবহার করবেন, তাঁরা নানা রকমের সুবিধা পাবেন। Spotify-এর নিচে একটি নতুন পুরষ্কার বোতাম থাকবে, যার তিনটি বিভাগ রয়েছে। সেগুলো হল - চ্যালেঞ্জ, পুরস্কার এবং সহায়তা।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল Spotify-এর ইউজাররা 'Spotify Premium Mini'র সঙ্গে বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা সহ গান এবং পডকাস্টের একটি সম্পূর্ণ তালিকা পাবেন।
advertisement
Spotify-এর প্রোডাক্ট ম্যানেজার সিমন কোপেক ভারতে 'Spotify Rewards' প্রোগ্রাম রোল আউট সম্পর্কে ট্যুইট করে জানিয়েছেন। এর মাধ্যমে যে সকল ইউজার পরবর্তী ৩০ দিনের মধ্যে যে কোনও ১০ দিনের জন্য প্রিমিয়াম মিনি প্ল্যান ব্যবহার করবেন, তাঁদের পুরষ্কার অর্জনের অনুমতি দেওয়া হবে। সহজ কথায়, একবার একজন ইউজার ১০ দিনের জন্য Spotify-এর প্রিমিয়াম মিনি প্ল্যান ব্যবহার করলে, Spotify তাঁদের পুরস্কৃত করবে এবং ২৫ টাকার পরিবর্তে এক সপ্তাহের জন্য মাত্র ২ টাকায় প্ল্যান কেনার অনুমতি দেবে।
advertisement
এই নতুন ফিচারটিও চালু হয়েছে -
এগুলি ছাড়াও, Spotify-এর অ্যাঙ্কর অ্যাপে পডকাস্ট নির্মাতাদের জন্য একটি বোতাম ভিত্তিক ভয়েস আইসোলেশন ফিচার চালু করা হয়েছে। এই ফিচারটির নাম 'পডকাস্ট অডিও এনহ্যান্সমেন্ট'। এটি পডকাস্ট নির্মাতাদের শোরগোলেরও পরিবেশে পরিষ্কার অডিও, ব্যয়বহুল অডিও ডিভাইস ছাড়াই রেকর্ড করতে সাহায্য করবে। Spotify-এর একটি ব্লগ পোস্ট অনুসারে, অ্যাঙ্কর অ্যাপে একটি একক বোতাম দিয়ে এই ফিচারটি সক্রিয় করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ২ টাকাতেই পাওয়া যাচ্ছে Spotify-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন; জেনে নিন কীভাবে
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement