পুজোয় ৫জি ফোন কিনবেন ভাবছেন? তাহলে এটাই সেরা সময়! চলছে ফেস্টিভ অফার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
উৎসবের মরশুমে অনলাইন নানা সেলের দৌলতে সহজেই পকেটে পুরে ফেলা যাবে পছন্দের আধুনিক ৫জি ফোন।
যদি মনে হয় ৪জি ফোন আর চলছে না, এবার একটা আধুনিক ৫জি ফোন চাই-ই চাই, তবে সুখবরের শেষ নেই। উৎসবের মরশুমে অনলাইন নানা সেলের দৌলতে সহজেই পকেটে পুরে ফেলা যাবে পছন্দের আধুনিক ৫জি ফোন।
Poco X4 Pro
পোকো এক্স ৪ প্রো নিঃসন্দেহে পকেট অনুকূল ফাইভ জি ফোনগুলির মধ্যে একটি। স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত ফোনে কখনওই শক্তির খামতি বোধ হবে না। ফোনটিতে একটি ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
advertisement
এই স্মার্টফোনের প্রাণ কেন্দ্রে রয়েছে অ্যান্ড্রয়েড ১১। এর ৫০০০ এমএএইচ ব্যাটারি আর ৬৭ ওয়াটের চার্জ দেওয়ার ক্ষমতা, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। পোকো এক্স ৪ প্রো ফ্লিপকার্ট-এ পাওয়া যাচ্ছে। আর এর দাম শুরু হচ্ছে ১৫৪৯৯ টাকা থেকে।
advertisement
রেড মি নোট ১১টি মিডিয়া টেক প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে একটি ৬.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যামাজনে ফোনটির দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে।
advertisement
iQOO Z6 5G
এই স্মার্টফোনটিতে একটি ৬.৫৮ ইঞ্চির পর্দা রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত এই ফোনেও কখনওই শক্তির খামতি বোধ হবে না। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ দ্বারা চলিত হয়। এর ৫০০০ এমএএইচ ব্যাটারি আর ১৮ ওয়াটের চার্জ দেওয়ার ক্ষমতা, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। হার্ৎজ অ্যামাজনে পাওয়া যাচ্ছে এবং এর দাম ১৪৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
advertisement
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
Realme 9i 5G
দেখতে ভাল ফোন কিনতে হলে রিয়েলমি ৯আই ৫ জি স্মার্টফোনকে অবহেলা করলে হবে না। ফোনটিতে একটি ৬.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ দ্বারা চলিত হয় এবং এতে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ ওয়াট পর্যন্ত চার্জ দেওয়া সাপোর্ট করে। রিয়েলমি ৯আই ৫ জি ফ্লিপকার্টে ১৪৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে।
advertisement
Motorola G71
গত বছরের নভেম্বরে বাজারে আসা মোটোরোলা জি ৭১ পকেট অনুকূল ফোনগুলোর অন্যতম। শক্তিশালী চিপসেট দ্বারা চালিত এই ফোনে একটি ৬.৪ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন রয়েছে। বছরখানেকের পুরনো এই ফোন অ্যান্ড্রয়েড ১১ দ্বারা চলে। সফটওয়্যার একটু পুরনো হলেও ৫০০০ এমএএইচ ব্যাটারি আর ৩৩ ওয়াটের দ্রুত চার্জ দেওয়ার ক্ষমতা ফোনটিকে বাজারের ভিড়ে আলাদা করতে বাধ্য। ফ্লিপকার্টে ১৫৯৯৯ টাকায় মোটোরোলা জি ৭১ পকেটে চলে আসবে।
Location :
First Published :
September 28, 2022 10:10 AM IST