#কলকাতা: একটা নয়, এক সঙ্গে তিন তিনটে ধামাকা ৷ এই এপ্রিলেই এক সঙ্গে তিনটে ধামাকা বাজারে নিয়ে আসছে মোটোরোলা ৷ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই আসছে Moto-র নতুন G সিরিজের মোবাইল ৷ তবে এক সঙ্গে এতগুলো নতুন মডেল দেখে দোকানে গিয়ে আবার গুলিয়ে ফেলবেন না যেন ৷ তাই দোকানে যাওয়ার আগে এক নজরে দেখে নিন Moto G6, G6 Play এবং G6 Plus দাম ও ফিচার্স ৷
আরও পড়ুন: Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল
Moto G6:
• ১৬ হাজার টাকার কাছাকাছি দাম হবে এই ফোনের ৷ • ডিসপ্লে রয়েছে ৫.৭০ ইঞ্চি ৷ • রয়েছে ৪ জিবি র্যাম । • ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি ৷ • ১৬ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে ৷ • রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি ৷ • অ্যন্ড্রয়েড ৮.০ ওরিও ভার্সন পেয়ে যাবেন এই ফোনে ৷
আরও পড়ুন:ব্যবসায় ক্ষতি, বন্ধ হচ্ছে উবের
Moto G6 Play:
• ১৩ হাজার টাকার কাছাকাছি দাম হবে এই ফোনের ৷ • ডিসপ্লে রয়েছে ৫.৭০ ইঞ্চি ৷ • রয়েছে ৪ জিবি র্যাম । • ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি ৷ • ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে ৷ • রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি ৷ • অ্যন্ড্রয়েড ৮.০ ওরিও ভার্সন পেয়ে যাবেন এই ফোনে ৷
আরও পড়ুন:মধ্যবিত্তের নাগালে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের অ্যাপেল আইপ্যাড, জেনে নিন কত দাম
Moto G6 Plus:
• এই ফোনের দাম এখনও জানা যায়নি ৷ • ডিসপ্লে রয়েছে ৫.৯৩ ইঞ্চি ৷ • রয়েছে ৬ জিবি র্যাম । • ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি ৷ • ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে ৷ • রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি ৷ • অ্যন্ড্রয়েড ৮.০ ওরিও ভার্সন পেয়ে যাবেন এই ফোনে ৷