সারা রাত মোবাইল চার্জ দিলে কী হয় জানেন ?

Last Updated:

দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে ৷

#কলকাতা: এখন স্মার্টফোনের যুগ ৷ ৮ থেকে ৮০ সকলের হাতে চাই স্মার্টফোন ৷ বিল পেমেন্ট থেকে পিৎজা ডেলিভারি সবই এখন এক ক্লিকেই সম্ভব ৷ বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি ৷ অত্যাধুনিক ফিচার্স-সহ স্টাইলিশ ফোন এখন সবার চাহিদা ৷ কিন্তু যতই দামি বা ব্র্যান্ডেড মোবাইল কিনুন না কেন একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই ৷ সেটা হল ফোনের ব্যাটারির সমস্যা ৷
পুজোর এই মরশুমে ফোনে ছবি, ভিডি, সেলফি তুলতে সকলেই ব্যস্ত ৷ শুধু তাই নয় সেগুলি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ব্যস্ত সকলে ৷ তাই বাড়ি থাকলেই ফোন চার্জে বসিয়ে রাখছি ৷ সকালে প্ল্যান থাকলে সারারাত ফোন চার্জে দিয়ে রাখছি যাতে সকালে বেরিয়ে কোনও সমস্যা যাতে না হয় ৷ কিন্তু সারা রাত ফোনে চার্জ দিলে কী হয় জানেন ৷
advertisement
দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে ৷ এর জেরে কমছে ফোনের মেয়াদ ৷ ওভারচার্জ হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। চার্জ ২০ শতাংশ হলেই চার্জে বসান ৷ এবং অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা উচিৎ ৷
advertisement
এছাড়া যতটা সম্ভব মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখুন ৷ চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার লাগানো থাকে তাহলে ফোনর ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ এমনটা করবেন না ৷ দরকার পড়লে ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে চার্জার খুলে নিন ৷
advertisement
ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়রনের তৈরি যা পুরো চার্জ না হলে বেশি ভালো কাজ করে ৷ বেশি চার্জ দিলে ব্যাটারি ফেটা যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারা রাত মোবাইল চার্জ দিলে কী হয় জানেন ?
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement