৩ হাজার টাকা পর্যন্ত ছাড়! কোথায়, কীভাবে পাবেন Realme 8s 5G-র এই স্বাধীনতা দিবস অফার? জানুন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গ্রাহকরা প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই অফারটি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।
স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুন সুখবর! Realme 8s 5G স্মার্টফোন মিলছে আকর্ষণীয় কম দামে। অফার রয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। Realme-র নতুন 8s 5G স্মার্টফোনে ২ হাজার টাকা ছাড় মিলছে। কোম্পানির ওয়েবসাইটে লাইভ অফারে ২ হাজার টাকা ছাড়ে Realme 8s 5G স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহকরা যদি যদি ICICI ব্যাঙ্ক কার্ড দিয়ে ট্রান্সজাকশন করেন তাহলে সঙ্গে সঙ্গে কেনাকাটায় ১,০০০ টাকার ছাড়ও পাবেন।
অর্থাৎ উভয় অফার মিলিয়ে গ্রাহকরা প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই অফারটি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। এবারে জেনে নিই যে Realme 8s 5G দুটি ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকছে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
Realme 8s 5G সেটটি 6GB + 128GB এবং 8GB + 128GB পর্যন্ত ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধেও দিচ্ছে। এর প্রারম্ভিক মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা।
advertisement
advertisement
Realme 8s 5G-এর স্পেসিফিকেশন
এবারে আসা যাক এর স্পেসিফিকেশনের বিষয়ে। ফোনটিতে একটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 90Hz এর রিফ্রেশ রেট এবং 600 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেস প্রদান করবে। ডিভাইসটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধেও দেবে। এটিতে 5 GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে Dimensity 810 5G চিপসেট ইনস্টল করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
ব্যাটারি ব্যাকআপ
ডিভাইসটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধে রয়েছে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি ব্যাকআপ এবং 33W দ্রুত চার্জিং সাপোর্টার। Android 11-এর OS, Realme UI 2.0-র ওপর কাজ করবে। কানেকটিভিটির জন্য কোম্পানি ফোনে 5G, 4G, Wi-Fi, GPS এবং USB Type-C পোর্টের মতো আরও নানা অপশন দিয়েছে সংস্থা।
advertisement
ক্যামেরা
Realme 8s 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে LED ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সুবিধে। এছাড়াও ফোনটিতে একটি কালো ও সাদা পোর্ট্রেট লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও দেওয়া হয়েছে।
Location :
First Published :
August 13, 2022 3:39 PM IST