ফ্লিপ ক্যামেরা-সহ লঞ্চ হবে Asus Zenfone 6, এখানে দেখুন লাইভ

Last Updated:
বৃহস্পতিবার লঞ্চ হবে Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ZenFone 6। স্পেনের ভ্যালেন্সিয়া শহরে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতীয় সময় রাত 11 টা 30 মিনিট থেকে শুরু হবে লঞ্চ ইভেন্ট। একই সময় live stream চলবে Asus-এর অফিশিয়াল YouTube-এ। এছাড়াও Asus India-এর ট্যুইটার লাইভ ইভেন্টের আপডেট ট্যুইট করবে। কিছু রিসেন্ট পোস্ট অনুযায়ি ZenFone 6-এর দাম শুরু হতে পারে 45,100 টাকা থেকে। 8GB RAM + 256GB স্টোরেজের দাম হতে পারে 54,100 টাকা। শোনা যাচ্ছে এই ফোনের টপ ভেরিয়েন্টে থাকতে 12GB RAM আর 512GB স্টোরেজ, দাম হতে পারে 67,700 টাকা।
AndroidPure অনুযায়ি, এই স্মার্টফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকতে পারে 48MP + 13MP সেন্সর। এই তথ্যটি সম্ভবত পাওয়া গেছিল Morse code থেকে যা Asus-এর একটি এক্সিকিউটিভ ইন্সটগ্রামে সেয়ার করেছিল। Morse code থেকে আরঅ জানা গিয়েছে যে এই ফোনে থাকতে পারে 5,000mAh ব্যাটারি।
Zenfone-6-1024
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। এই ফোনের টপ ভেরিয়েন্টে থাকটে পারে 12GB পর্যন্ত RAM আর 512GB পর্যন্ত স্টোরেজ।
Zenfone-6-flagship
advertisement
সম্প্রতি প্রকাশিত টিজারে Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফ্লিপ ক্যামেরা-সহ লঞ্চ হবে Asus Zenfone 6, এখানে দেখুন লাইভ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement