Snapdragon 855-সহ বাজারে আসছে Asus-র নতুন ফোন

Last Updated:
শিঘ্রই বাজারে আসতে চলেছে আরও একটি ফ্ল্যাগশিপ ফোন Asus-এর হাত ধরে। 16 মে স্পেনের এক ইভেন্টে লঞ্চ হবে Asus ZenFone 6। আর অনান্য কোম্পানির মতন Asus ও নিজের নতুন ফোনের টিজার পোস্ট করে ফোনের কিছু স্পেসিফিকেশন জানিয়ে দিল। এই হ্যান্ডসেটে থাকতে চলেছে Qualcomm Snapdragon 855 চিপসেট।
একটি নিজার যেটাতে লেখা ছিল "কেপ্ট দ্যা এসেনশিয়াল" তাতে জানা গিয়েছে যে এই ফোনে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই ফোনে রয়েছে দুটি সিম কার্ডের স্লট আর একটি আলাদা মাইক্রো এস ডি কার্ডের স্লট। এছাড়াও ফোনে থাকছে LED নোটিফিকেশন লাইট আর একটি এক্সট্রা বাটন যাকে বলা হচ্ছে 'স্মার্টকী'।
AndroidPure অনুজায়ি এই স্মার্টফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা, একটি 48-megapixel আর অন্যটি 13-megapixel। আরও জানা গিয়েছে যে এই ফোনে থাকতে পারে 5,000mAh ব্যাটারি।
advertisement
advertisement
বাদবাকি ফিচার অজানা থকালেও আগে যা শোনে গিয়েছে সেই অনুযায়ি ফোনে থাকতে পারে ফুল HD+ (2340x1080 pixels) ডিসপ্লে, যার উপরে কোন নচ থাকবে না। ফোনের ভিতরে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। টপ মডেলে থাকতে পারে 12GB RAM আর 512GB স্টোরেজ।
আগের বছরের মতন এই বছরও OnePlus 7 আর OnePlus 7 Pro টেক্কা দিতে ZenFone 6- কে লঞ্চ করছে Asus। তবে OnePlus - এর ফোনে থকাছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও OnePlus এ থকাছে 90Hz QHD+ রেজোলিউশনের AMOLED ডিসপ্লে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Snapdragon 855-সহ বাজারে আসছে Asus-র নতুন ফোন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement