Apple Features Not Available in India | অ্যাপেল ফোন কিনলেন? এই ৭টি ফিচার কাজ করবে না ভারতে

Last Updated:

ভারতে অ্যাপেলের প্রায় ৭টি ফিচার বন্ধ করা হতে চলেছে। এক নজরে দেখে নিন সেই ৭টি ফিচার।

Apple Features Not Available in India: ভারতে আইফোনের (iPhone) প্রবল জনপ্রিয়তা রয়েছে। ফলে ভারতের বাজার অ্যাপেলের (Apple) কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই অ্যাপেলের সমস্ত ধরনের ফোন লঞ্চ করা হয় ভারতে। একই সঙ্গে অ্যাপেলের বিভিন্ন ধরনের ডিভাইসও লঞ্চ করা হয় ভারতে। কিন্তু বর্তমানে ভারতের আইফোনের ইউজাররা বেশ কয়েকটি ফিচার ব্যবহার করতে পারবে না। কারণ অ্যাপেলের তরফে বন্ধ করা হতে চলেছে সেই সব ফিচার। রিপোর্ট অনুযায়ী ভারতে অ্যাপেলের প্রায় ৭টি ফিচার বন্ধ করা হতে চলেছে (Apple Features Not Available in India)। এক নজরে দেখে নিন সেই ৭টি ফিচার।
Apple Fitness+
ফিটনেস সচেতন গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়েছিল এই ফিচার। অ্যাপেল ওয়াচের জন্য মূলত লঞ্চ করা হয়েছিল নতুন এই ফিচার। কিন্তু বর্তমানে ভারতে বন্ধ করা হতে চলেছে এই ফিচার। অন্যান্য বিভিন্ন দেশে অ্যাপেলের এই ফিচার চালু থাকলেও, ভারতে বন্ধ করে দেওয়া হতে চলেছে এই ফিচার।
Apple Pay –
পেমেন্ট সার্ভিসের জন্য অ্যাপেলের তরফে চালু করা হয়েছিল এই ফিচার। কিন্তু ভারতে এমন অনেক অ্যাপ রয়েছে পেমেন্ট সার্ভিসের জন্য। সেই সমস্ত পেমেন্ট সার্ভিসের জনপ্রিয়তা অনেক বেশি অ্যাপেলের এই অ্যাপেল পে-এর থেকে। এ জন্যই ভারতে বন্ধ করে দেওয়া হতে চলেছে এই ফিচার।
advertisement
advertisement
Drivers License and other IDs in Apple Wallet –
একটি ডিজিটাল ওয়ালেটের প্রচলন করেছিল অ্যাপেল। অ্যাপেল ওয়ালেটের মাধ্যমে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি যেমন ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আইডি যত্ন সহকারে রাখা যেত। এই ফিচার ভারতে বন্ধ করতে চলেছে অ্যাপেল।
advertisement
Apple News+
এর মাধ্যমে বিভিন্ন ধরনের খবর, ম্যাগাজিন, পত্রিকা, ডিজিটাল চ্যানেল ইত্যাদির সুবিধা পাওয়া যেত। অ্যাপেল নিউজ সাবস্ক্রাইব করলে ইউজাররা খবর সংক্রান্ত সব কিছুই খুব সহজেই জানতে পারতেন। এর মধ্যে ছিল অনেক ডিজিটাল চ্যানেল, প্রায় ১০০ এর উপরে ম্যাগাজিন এবং অন্যান্য চ্যানেল দেখার সুবিধা। কিন্তু ভারতে বন্ধ করা হতে চলেছে এই ফিচার। অন্যান্য বেশ কিছু দেশে এই ফিচার চালু থাকলেও, ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে এটি।
advertisement
এ ছাড়াও ভারতে অ্যাপেলের Add Car keys to Apple Wallet on your iPhone এবং Adding Covid-19 Vaccination Certificate On iPhone এই দুটি ফিচার বন্ধ করে দেওয়া হতে চলেছে। মনে করা হচ্ছে এই সকল ফিচার ভারতে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বলেই, বন্ধ করে দেওয়া হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple Features Not Available in India | অ্যাপেল ফোন কিনলেন? এই ৭টি ফিচার কাজ করবে না ভারতে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement