Amazon-এর আপগ্রেড সেলে স্মার্টফোনে এখন মিলছে ঢালাও ডিসকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে Xiaomi, Realme, Tecno Samsung-এর মতো জনপ্রিয় ব্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Amazon-এ দীপাবলি সেল শেষ হওয়ার পর, শুরু হয়েছে স্মার্টফোন আপগ্রেড ডেজ সেল। Amazon-এর এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে গ্রাহকরা বিভিন্ন ধরনের স্মার্টফোন ক্রয় করতে পারবে ৪০ শতাংশ ছাড়ে। এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে Xiaomi, Realme, Tecno Samsung-এর মতো জনপ্রিয় ব্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে।
Redmi Note 11T 5G ফোন পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। Redmi 10A ফোন পাওয়া যাচ্ছে ৬৯৯৬ টাকায়। Amazon-এর এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে Redmi Note 11 Pro+ 5G ফোনের ওপরে পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকার ছাড়। এছাড়াও এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে Redmi 9 Activ ফোন ৭২৯৯ টাকায়, Redmi A1 ফোন ৫৪৮৯ টাকায় এবং Redmi K50i ফোন ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Amazon-এর এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে OnePlus Nord CE2 ফোন ২৩,৪৯৯ টাকায়, OnePlus 10R ফোন ২৯,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Samsung Galaxy M13 ফোন পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়।
advertisement
advertisement
iQOO Z6 5G ফোন পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়, iQOO Z6 Lite 5G ফোন পাওয়া যাচ্ছে ১৩,২৪৯ টাকায়। Amazon-এর এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে এই ফোনের ওপরে পাওয়া যাচ্ছে ১০০০ টাকার ছাড় এবং ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ৭৫০ টাকার ছাড়। এছাড়াও iQOO Neo 6 5G ফোন পাওয়া যাচ্ছে ২৫,৯৯৯ টাকায়।
advertisement
এছাড়া Tecno Pop 6 Pro ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫,৩৯৯ টাকায়। Realme Narzo 50 ফোন পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়, Realme Narzo 50i ফোন পাওয়া যাচ্ছে ৫,৭৪৯ টাকায়। এর সঙ্গে Amazon-এর এই স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে এইউ ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাচ্ছে ১০% ছাড়।
Location :
First Published :
October 25, 2022 4:08 PM IST