প্রিপেড গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার অফার নিয়ে হাজির এয়ারটেল

Last Updated:

সব চেয়ে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এবার হাজির দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস অপারেটর এয়ারটেল ৷

#নয়াদিল্লি: সব চেয়ে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এবার হাজির দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস অপারেটর এয়ারটেল ৷ সংস্থার তরফে জানানো হয়েছে মাত্র ১৯ টাকায় শুরু হচ্ছে এয়ারটেলের রিচার্জ প্ল্যান ৷ রয়েছে ৪ হাজার টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান। সমস্ত স্তরের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷
১৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ৫৪ দিনের জন্য ৷ ভ্যালিডিটির পাশাপাশি প্ল্যান অনুযায়ী বদল হয় ডেটা ও কলিং পরিষেবাও ৷
প্রিপেড গ্রাহকদের জন্য বেশ কয়েকটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল ৷ দেখে নিন এক নজরে ৷
advertisement
সব চেয়ে সস্তার প্ল্যান হচ্ছে ১৯ টাকার জন্য ৷ এই প্ল্যানে এসটিডি ও লোকাল কল করার জন্য প্রত্যেক মিনিটে লাগবে ৩০ পয়সা ৷ বৈধতা ৫৬ দিনের জন্য।
advertisement
৪০ টাকার রিচার্জে মিলবে ৩৫ টাকার টকটাইম ৷ ভ্যালিডিটি আনলিমিটেড ৷
৯৩ টাকার রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন ১ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।
১৭৫ টাকার রিচার্জ প্ল্যানে মিলবে ৩জিবি ডেটা ২৮ দিনের জন্য ৷
১৯৯ টাকার প্রিপেড রিচার্জে ১জিবি ৩জি/৪জি ডেটা মিলবে ২৮ দিনের জন্য ৷ সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং ১০০ এসএমএস প্রতিদিন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রিপেড গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার অফার নিয়ে হাজির এয়ারটেল
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement