এসে গিয়েছে Airtel-এর 5G পরিষেবা; এই সব ফোনে মিলবে সুবিধা! দেখে নিন সেই তালিকায় আপনার ফোন রয়েছে কি না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক, এই সকল কোম্পানির কোন কোন ফোনে ব্যবহার করা যাবে ৫জি সার্ভিস।
Airtel লঞ্চ করেছে 5G সার্ভিস, যার নাম এয়ারটেল ৫জি প্লাস। এয়ারটেল এই ৫জি পরিষেবা চালু করেছে মোট ৮টি শহরে। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, নাগপুর, চেন্নাই এবং অন্যান্য শহর। এয়ারটেলের এই ৫জি পরিষেবা ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের ফোনে। এই তালিকায় রয়েছে শাওমি, রিয়েলমি, ভিভো, ওপো, স্যামসাং প্রভৃতি কোম্পানির ফোন। এক নজরে দেখে নেওয়া যাক, এই সকল কোম্পানির কোন কোন ফোনে ব্যবহার করা যাবে ৫জি সার্ভিস।
রিয়েলমি ফোন:
রিয়েলমি ৪এস ৫জি, রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৫জি, রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি, রিয়েলমি এক্স৭ ৫জি, রিয়েলমি এক্স৭ প্রো ৫জি, রিয়েলমি ৮ ৫জি, রিয়েলমি এক্স৫০ প্রো, রিয়েলমি জিটি ৫জি, রিয়েলমি জিটি এমই, রিয়েলমি জিটি নিও২, রিয়েলমি ৯ ৫জি, রিয়েলমি ৯ প্রো, রিয়েলমি ৯ প্রো প্লাস, রিয়েলমি নারজো ৩০ ৫জি, রিয়েলমি ৯ এসই, রিয়েলমি জিটি২, রিয়েলমি জিটি ২ প্রো, রিয়েলমি জিটি নিও৩, রিয়েলমি নারজো ৫০ ৫জি, রিয়েলমি নারজো ৫০ প্রো, রিয়েলমি ৯আই জিটি, রিয়েলমি জিটি নিও ৩টি, রিয়েলমি জিটি নিও ৩টি ১৫০ডব্লিউ।
advertisement
advertisement
শাওমির ফোন:
শাওমি এমআই ১০, শাওমি এমআই ১০আই, শাওমি এমআই ১০টি, শাওমি এমআই ১০টি প্রো, শাওমি এমআই ১১ আল্ট্রা, শাওমি এমআই ১১ এক্স প্রো, শাওমি এমআই ১১ এক্স, শাওমি এমআই ১১ লাইট এনই, রেডমি নোট ১১ টি ৫জি, শাওমি ১১টি প্রো , শাওমি ১১আই হাইপারচার্জ, রেডমি নোট ১০টি , রেডমি নোট ১১ প্রো প্লাস। শাওমি ১২ প্রো , শাওমি ১১ আই , রেডমি ১১ প্রাইম প্লাস ৫জি, রেডমি কে৫০ আই।
advertisement
পোকো ফোন:
পোকো এম৩ প্রো ৫জি, পোকো এফ৩ জিটি, পোকো এম৪ ৫জি, পোকো এম৪ প্রো ৫জি, পোকো এফ৪ ৫জি, পোকো এক্স৪ প্রো।
আরও পড়ুন - চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
ওপো:
advertisement
ওপো রেনো ৫জি প্রো, ওপো রেনো ৬, ওপো রেনো ৬ প্রো, ওপো এফ৯ প্রো প্লাস, ওপো এ৫৩এস, ওপো এ৭৪, ওপো রেনো ৭ প্রো ৫জি, ওপো এফ২১ প্রো ৫জি, ওপো রেনো ৭, ওপো রেনো ৮, ওপো রেনো ৮ প্রো, ওপো কে১০ ৫জি, ওপো এফ২১এস প্রো ৫জি।
ভিভো:
ভিভো এক্স৫০ প্রো, ভিভো ভি২০ প্রো, ভিভো এক্স৬০ প্রো প্লাস, ভিভো এক্স ৬০, ভিভো এক্স৬০ প্রো, ভিভো ভি২১ ৫জি, ভিভো ভি২১ ই, ভিভো এক্স৭০ প্রো, ভিভো এক্স৭০ প্রো প্লাস, ভিভো ওয়াই৭২ ৫জি, ভিভো ভি২৩ ৫জি, ভিভো ভি২৩ প্রো ৫জি, ভিভো ভি২৩ই ৫জি, ভিভো টি১ ৫জি, ভিভো ওয়াই৭৫ ৫জি, ভিভো টি১ প্রো, ভিভো এক্স৮০, ভিভো এক্স৮০ প্রো, ভিভো ভি২৫, ভিভো ভি২৫ প্রো, ভিভো ওয়াই৫৫ ৫জি, ভিভো ওয়াই৫৫এস ৫জি।
advertisement
আইকিউওও:
আইকিউওও ৩ ৫জি, আইকিউওও ৭ , আইকিউওও ৭ লেজেন্ড, আইকিউওও জেড৩, আইকিউওও জেড৫ ৫জি, আইকিউওও ৯ প্রো, আইকিউওও ৯, আইকিউওও ৯ এসই, আইকিউওও জেড৬, আইকিউওও ৯টি।
ওয়ানপ্লাস:
ওয়ানপ্লাস নর্ড, ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস নর্ড সিই, ওয়ানপ্লাস নর্ড সিই ২, ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি, ওয়ানপ্লাস নর্ড সিই লাইট ২, ওয়ানপ্লাস ১০ আর, ওয়ানপ্লাস নর্ড ২টি, ওয়ানপ্লাস ১০টি, ওয়ানপ্লাস ৯ আরটি, ওয়ানপ্লাস ৮ - ওটিএ আপডেট, ওয়ানপ্লাস ৮টি - ওটিএ আপডেট, ওয়ানপ্লাস ৮ প্রো - ওটিএ আপডেট , ওয়ানপ্লাস নর্ড ২ - ওটিএ আপডেট, ওয়ানপ্লাস ৯আর - ওটিএ আপডেট।
advertisement
স্যামসাং:
স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি, স্যামসাং এ৩৩ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই, স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা, স্যামসাং গ্যালাক্সি এম৩৩, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪, স্যামসাং গ্যালাক্সি এস২২, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৪, স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি এস২১ - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি ই৪২৬বি (এফ৪২) - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি এম৫২৬বি (এম৫২) - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ - ওটিএ আপডেট, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ - ওটিএ আপডেট, স্যামসাং এ২২ ৫জি - ওটিএ আপডেট, স্যামসাং এস২০এফই ৫জি - ওটিএ আপডেট, স্যামসাং এম৩২ ৫জি - ওটিএ আপডেট, স্যামসাং এফ২৩ - ওটিএ আপডেট, স্যামসাং এ৭৩ - ওটিএ আপডেট, স্যামসাং এম৪২ - ওটিএ আপডেট, স্যামসাং এম৫৩ - ওটিএ আপডেট, স্যামসাং এম১৩ - ওটিএ আপডেট।
advertisement
অ্যাপল:
অ্যাপল আইফোন ১২ মিনি - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১২ - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১২ প্রো - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৩ মিনি - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৩ - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৩ প্রো - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৩ প্রো ম্যাক্স - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন এসই- ২০২২ - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৪ - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৪ প্লাস - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৪ প্লাস - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৪ প্রো - ওটিএ আপডেট, অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স - ওটিএ আপডেট
Location :
First Published :
October 12, 2022 12:40 PM IST