Miss AI Pageant: ‘মিস ইন্ডিয়া’, ‘মিস ইউনিভার্স’ অতীত, এবার আসছে ‘মিস এআই’! নাম শুনেই চমকে যাচ্ছেন? আসল ব্যাপার জানলে চোখ কপালে উঠবে
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
Miss AI Pageant: ‘মিস ইন্ডিয়া’, ‘মিস ইউনিভার্স’ অতীত। এবার আসতে চলছে ‘মিস এআই’। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের তৈরি মডেল এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসাচ্ছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস।
‘মিস ইন্ডিয়া’, ‘মিস ইউনিভার্স’ অতীত। এবার আসতে চলছে ‘মিস এআই’। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের তৈরি মডেল এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসাচ্ছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস। বিশ্বব্যাপী এআই ক্রিয়েটারদের সৃজনশীলতাকে সম্মান জানাতেই এই প্রতিযোগিতার আয়োজন।
‘মিস এআই’ বিজেতার হাতে তুলে দেওয়া হবে ৫ হাজার ডলারের নগদ পুরস্কার। ভারতীয় মুদ্রায় ৪.১ লাখ টাকা। প্রতিযোগিতায় সব মিলিয়ে মোট ২০ হাজার ডলারের পুরস্কার থাকছে। ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬.৭ লক্ষ টাকা। যদিও আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে ১০ মে বিজয়ীদের নাম ঘোষণার দিনই পুরস্কার দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: আচমকা কালো হয়ে গেল ফোনের স্ক্রিন! আপনার ফোনেও কী একই সমস্যা? এখনই সতর্ক না হলে বাড়তে পারে বিপদ
advertisement
১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে নাম রেজিস্ট্রেশন। বিশ্বের যে কোনও প্রান্তের ক্রিয়েটাররা তাঁদের এআই মডেলের নাম লেখাতে পারবেন ‘মিস এআই’ প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের অবশ্যই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ফোবর্স দ্বারা হাইলাইট করা ‘মিস এআই’ প্রতিযোগিতার আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস। ফ্যাশন বৈচিত্র্য এবং এআই উৎপাদিত পুরুষ মডেলের মতো বিভিন্ন থিম থাকছে। তবে এআই জেনারেটেড মহিলা মডেলদের উপরই বিশেষভাবে ফোকাস করা হয়েছে। এআই টুলের মাধ্যমে তৈরি মডেল হতে হবে, সফটওয়্যার ব্যবহারে কোনও বিধিনিষেধ নেই। জনপ্রিয় টুলগুলির মধ্যে OpenAI এর DALL-E 3, মিডজার্নি এবং কপিলট ডিজাইনার অন্তর্ভুক্ত।
advertisement
প্রতিযোগিদের ৩টি গুণের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। সৌন্দর্য, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক প্রভাব। সৌন্দর্যের মধ্যে ব্যবহার, বাগ্মিতা এবং কঠিন প্রশ্নের অনায়াস উত্তর দেওয়ার মতো দক্ষতা আছে কি না দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে প্রম্পট থেকে আউটপুট তৈরির ক্ষমতা সহ এআই ব্যবহারের নির্মাতাদের দক্ষতা বিচার করবেন বিচারকরা।
সামাজিক প্রভাব ডিজিটাল দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। নির্মাতারা কতটা দর্শক টানতে পারেন, তাঁদের ব্যস্ততার পাশাপাশি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে তাঁদের উপস্থিতি দেখা হবে। এই বিভাগগুলিতে পয়েন্টের উপর ভিত্তি করে সামগ্রিক স্কোর পাবেন প্রতিযোগীরা।
advertisement
জানা গিয়েছে, প্রতিযোগিতায় চারজন বিচারক থাকছেন। এর মধ্যে রয়েছেন এআই ইনফ্লুয়েন্সার আইতানা লোপেজ ও এমিলি পেলেগ্রিনি-র সঙ্গে উদ্যোক্তা অ্যান্ড্রু ব্লচ এবং সৌন্দর্য প্রতিযোগিতার বিচারক স্যালি-অ্যান ফসেট।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 7:35 PM IST