AI for cancer detection: যুগান্তকারী অবিষ্কার! ক্যানসার সনাক্ত করবে কৃত্রিম মেধা, চিকিৎসায় নতুন ভূমিকায় মাইক্রোসফট

Last Updated:

AI for cancer detection: ২০২৪ সালের মধ্যেই এই কাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে। আর তা হলেই রোগ সনাক্তকরণ আরও সহজ হবে।

ক্যানসার সনাক্ত করবে কৃত্রিম মেধা! চিকিৎসা ক্ষেত্রে নতুন ভূমিকায় Microsoft
ক্যানসার সনাক্ত করবে কৃত্রিম মেধা! চিকিৎসা ক্ষেত্রে নতুন ভূমিকায় Microsoft
ডিজিটাল প্যাথলজি সংস্থা Paige-এর সঙ্গে যৌথ ভাবে Microsoft তৈরি করছে এক বিশেষ AI মডেল। এটি হতে চলেছে ক্যানসার সনাক্তকরণের জন্য বিশ্বের বৃহত্তম ইমেজ-বেসড AI মডেল। গত বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে।
কীভাবে ক্যানসার সনাক্তকরণ করতে পারবে কৃত্রিম মেধা!
সেবিষয়ে জানাতে গিয়ে সংস্থা বলেছে, মডেলটিকে প্রশিক্ষণ দিতে প্রায় চার মিলিয়ন ডিজিটাইজড মাইক্রোস্কোপিক স্লাইড ব্যবহার করা হবে। সেখানে নানা ধরনের ক্যানসারের তথ্য পাওয়া যাবে, এই তথ্য ব্যবহার করা হবে Paige-এর নিজস্ব সংগ্রহ থেকে। Paige এক্ষেত্রে ব্যবহার করতে পারবে Microsoft-এর উন্নত সুপারকম্পিউটিং পরিকাঠামো। কৃত্রিম মেধাকে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়ার পর সেই মডেল ব্যবহার করা হবে সারা বিশ্বের হাসপাতাল ও গবেষণাগারগুলিতে। সেখানেও কাজে লাগানো হবে Microsoft Azure-কে।
advertisement
advertisement
Microsoft-এর সঙ্গে মিলে Paige এমন একটি নতুন AI মডেল তৈরি করছে, যা চালু ইমেজ-বেসড AI মডেলগুলির মধ্য সবচেয়ে বড়। এই মডেল ক্যানসারের সূক্ষ্ম জটিলতাগুলি খুঁজে পেতে সহায়তা করবে। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের ক্লিনিকাল অ্যাপ্লিকেশন এবং কম্পিউটেশনাল বায়োমার্কার-গুলিকে সাহায্য করবে। অঙ্কোলজি এবং প্যাথলজির পরিধি এতে অনেকখানি বিস্তৃত হবে বলে দাবি করছে সংস্থাটি।
advertisement
Paige-র তরফে সংস্থার এসভিপি টেকনোলজি রাজিক ইউসুফি বলেন, ‘Paige প্রথম থেকেই উদ্ভাবনী ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কৃত্রিম মেধা, প্রযুক্তি এবং ডিজিটাল প্যাথলজিতে এর গভীর দক্ষতার সঙ্গে Microsoft-এর বিপুল কম্পিউট শক্তি মিলে গেলে ক্যানসার ইমেজিং-এর প্রভূত উন্নতি সম্ভব। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।’
advertisement
২০২৪ সালের মধ্যেই এই কাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে। আর তা হলেই রোগ সনাক্তকরণ আরও সহজ হবে।
স্বাস্থ্যসেবায় কৃত্রিম মেধা—
Microsoft এবং Paige-এর মধ্যে এই চুক্তি হওয়ার অর্থই হল স্বাস্থ্যসেবায় AI ব্যবহারের অগ্রগতি। গত জুলাই মাসে, Google ঘোষণা করেছিল তারা আঁচিলের ছবি থেকে ত্বকের ক্যানসার সনাক্ত করতে একটি AI মডেল তৈরি করছে। তারও আগে ফেব্রুয়ারিতে, IBM Watson Health স্তন ক্যানসার নির্ণয়কারী AI টুল চালু করেছে।
advertisement
AI ব্যবহার করা হচ্ছে নতুন ওষুধ তৈরি করতে, চিকিৎসা এবং এমনকী দূরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
AI for cancer detection: যুগান্তকারী অবিষ্কার! ক্যানসার সনাক্ত করবে কৃত্রিম মেধা, চিকিৎসায় নতুন ভূমিকায় মাইক্রোসফট
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement